ভারতকে হারিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
আরও একটি ফাইনাল, আরও একবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখল যুবারা। টুর্নামেন্টের প্রথম সাত আসরে একবারও শিরোপা জিততে না পারা বাংলাদেশ জিতে নিল টানা দ্বিতীয় শিরোপা। এমন জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
আজ রোববার (৮ ডিসেম্বর) মেগা ফাইনালের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে জয় প্রসঙ্গে তামিম বলেন, ‘আল্লাহকে অশেষ ধন্যবাদ। আমরা আত্নবিশ্বাসী ছিলাম। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করেছে। আমাদের পরিকল্পনা ছিল দ্রুত কিছু উইকেট তুলে নেওয়ার। যে পরিকল্পনাতে আমরা সফল হয়েছি। সামনে বিশ্বকাপ রয়েছে, আশাকরি সেখানেও আমরা ছন্দ ধরে রাখতে পারব। দর্শকদের ধন্যবাদ, তাদের সমর্থনের জন্য। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে আমাদের সমর্থন করেছে। তা সত্যিই অবিশ্বাস্য।
উল্লেখ্য, প্রথমে ব্যট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই থামতে হয় ভারতকে।