চ্যাম্পিয়ন যুবাদের মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
আরও একটি ফাইনাল। আরও একটি শিরোপা বাংলাদেশের যুবাদের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তরুণ ক্রিকেটারদের এমন সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।
অবশ্য শুধু ক্রীড়া মন্ত্রণালয় নয় বিসিবির কাছ থেকেও মোটা অঙ্কের বোনাস পেতে পারেন ক্রিকেটাররা। জানা গেছে, এশিয়া কাপ জয়ের পর আজ রাতে দেশে ফিরবেন চ্যাম্পিয়নরা। দলের সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। এশিয়ার সেরাদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন থাকবে। এছাড়াও বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।
উল্লেখ্য, গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে হারিয়েছে ৫৯ রানে। যা আসন্ন বিশ্বকাপে যুবাদের বেশ আত্নবিশ্বাস জোগাবে।