মেসিকে বিশেষ বুট উপহার বেকহ্যামের
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে ব্যস্ততা না থাকায় আপাতত পরিবার নিয়ে অবকাশ যাপনে ব্যস্ত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছুটি কাটানোর সময় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক ও সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামের কাছ থেকে বিশেষ এক উপহার পেলেন মেসি। সেই উপহারের জন্য বেকহ্যামকে ধন্যবাদও দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডিডাস প্রিডেটর বুটের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইন্টার মায়ামির এই সহ-মালিক সেই বিশেষ বুট উপহার হিসেবে পাঠিয়েছেন মেসিকে।
বেকহ্যামের স্বাক্ষরিত সেই বুটটি বুঝে পাওয়ার পর ধন্যবাদ জানিয়েছে মেসি। ৩৬ বছর বয়সী এই তারকা তার ইনস্টাগ্রামে লিখেছেন, বুটগুলো বাড়িতে পৌঁছে গেছে, ধন্যবাদ ডেভিড বেকহাম। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে চলতি বছরে দারুণ ছন্দে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি করেছেন ১০টি অ্যাসিস্টও। যদিও চোটের কারণে গুরুত্বপূর্ণ বেশকিছু ম্যাচে খেলা হয়নি তার।
আপাতত কোনো ব্যস্ততা না থাকায় মেসিকে মাঠে দেখতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের। আগামী মার্চে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামতে পারেন। কবে, প্রিয় তারকাকে ফের মাঠে দেখা যাবে, সেই অপেক্ষায় মেসি ভক্তরা।