ফলোঅন এড়ানো ভারতকে বাঁচিয়ে দিচ্ছে বৃষ্টি
ব্রিসবেন টেস্টে বৃষ্টি যেন ভারতের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের চারদিনেই হানা দিয়েছে বৃষ্টি। মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের খেলোয়াড়দের চেয়ে বৃষ্টির আধিপত্যই বেশি। চারদিনেও শেষ হয়নি প্রথম ইনিংস।
স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে থামে ৪৪৫ রানে। জবাবে চতুর্থ দিন শেষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিন শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। এখনও অসিদের চেয়ে পিছিয়ে ১৯৩ রানে। কাল শেষ দিনেও আছে বৃষ্টির শঙ্কা। এই টেস্টের ফল তাই অনেকটাই প্রত্যাশিত। ড্রয়ের বাইরে অন্যকিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভারতের পক্ষে লোকেশ রাহুল ৮৪ রান করেন। এই ওপেনারের ইনিংসটি দলের সর্বোচ্চ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। অসি বোলারদের দাপটে দাঁড়াতে পারেননি কোহলি-গিল-রোহিতদের কেউই। মিডল অর্ডারে একা লড়াই করেন রবীন্দ্র জাদেজা। এই অলরাউন্ডের ৭৭ রানে ফলোঅন এড়ায় ভারত।
চার উইকেট নিয়ে ভারতকে একাই ব্যাকফুটে ঠেলে দেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্ক নেন তিন উইকেট। এই দুই পেসারই মূলত সফরকারীদের থামিয়ে দেন।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ২৫২ রানের মধ্যে ট্রাভিস হেড করেন ১৫২ রান। ভারতকে পেয়ে আরও একবার জ্বলে ওঠেন তিনি। এছাড়া, সেঞ্চুরি পান স্টিভেন স্মিথ। ১০১ রান আসে তার ব্যাট থেকে। অ্যালেক্স ক্যারি করেন ৭০ রান।