বিপিএল দিয়ে চেনা ছন্দে ফিরবেন লিটন, বিশ্বাস সুজনের
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দুর্দান্ত জয় পেলেও ব্যাট হাতে মোটেও ছন্দে ছিলেন না অধিনায়ক লিটন দাস। সামনে বিপিএলের মতো বড় আসর। ছন্দে ফিরতে পারবেন কি লিটন? বারবার ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন। ঢাকা ক্যাপিটালস এর কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, বিপিএলেই স্বরূপে ফিরবেন লিটন।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও লিটনের গুরু সুজন। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন উইকেটকিপার ব্যাটার। কোচের দায়িত্ব পালন করবেন সুজন। মিরপুরে বৃহস্পতিবার ঢাকার আনুষ্ঠানিক অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন।
লিটন প্রসঙ্গে সুজনের ভাষ্য , ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন ক্লাস প্লেয়ার। অবশ্যই ওর ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করি। সে একাই ম্যাচ জেতানো খেলোয়াড়। বিশ্বাস করি, ওর ভালো সময় এবার আমাদের সঙ্গী হবে। সে ব্যাটিংয়ে আমাদের প্রধান শক্তি।’
লিটন প্রসঙ্গে সুজন আরো বলেন, ‘মনে করি, লিটনের যত খারাপ সময় সেটা সে ওয়েস্ট ইন্ডিজে ফেলে এসেছে। এখন ভালো সময়ে ফিরবে ইনশাআল্লাহ। এমন নয় যে তার সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে।’
লিটনের পারফরমেন্স নিয়ে তিনি আরো বলেন, 'লিটন যেভাবে শুরু করেছিল, সেখান থেকে ঠিক হতাশ বলবো না। মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ, লিটন রান করলে দেখতেও ভালো লাগে। দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথাই। তবে এমন নয় যে লিটনের সোনালী সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনও বাকি।’
এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিপিএলে না খেলতে পারা প্রসঙ্গে সুজন আরো যোগ করেন, 'আমার মনে হয় দেশের সবচেয়ে বড় খেলোয়াড় বিপিএল খেলতে পারবে না। এতে অনেক খেলোয়াড় হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি সব খেলোয়াড়ের সঙ্গেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাকিব সব সময় সমর্থন করে, সহায়তা করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’