সাকিবকে ছাড়াই এবারের বিপিএল
ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট বিপিএল শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। একাদশ আসর শুরুর আগে সবচেয়ে বড় খবর, নেই সাকিব আল হাসান। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। যার ফলশ্রুতিতে বাংলাদেশেই আসতে পারছেন না তিনি।
সাকিববিহীন বিপিএল শুরুর আগে তাকে মিস করার কথা জানালেন নুরুল হাসান সোহান। আসরের প্রথম দিনে কাল মাঠে নামবে রংপুর রাউডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। এর আগে সংবাদ সম্মেলনে সোহান জানান সাকিবকে বিপিএল অবশ্যই মিস করবে।
সোহান বলেন, ‘খেলোয়াড় হিসেবে সাকিবকে নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে দলে থাকেন, তাদের একটা বাড়তি সুবিধা থাকে। তার মতো একজন অলরাউন্ডার থাকায় ব্যাটিং, বোলিং দুই দিকেই সুবিধা হয়। বিপিএলে তিনি নেই. তাকে বিপিএল অবশ্যই মিস করবে।’
বিপিএলে খেলতে না পারলেও থেমে নেই সাকিব। নাম লিখিয়েছেন সাবেকদের ক্রিকেট লিগ লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে (এলসিটি)। জানা গেছে, এবারের এলসিটিতে সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘বাঘ চলে এসেছে। দুবাই জায়ান্টসে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। আমাদের তারকা অলরাউন্ডারের কাছ থেকে বিস্ফোরক পারফরম্যান্স পেতে তৈরি থাকুন।’