নতুন বছরে নতুন ব্যবসায় মেসি
ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন লিওনেল মেসি। খেলাটা এখন তার কাছে যতটা প্রতিযোগিতার, তারচেয়ে বেশি উপভোগের। আর্জেন্টাইন মহাতারকা মাঠের বাইরে শুরু করেছেন বেশ কিছু ব্যবসা। আগে থেকে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা মেসি নতুন বছরে নতুন ব্যবসায় নাম লেখালেন।
ইন্টার মায়ামির অধিনায়ক এবার শুরু করেছেন রিয়েল স্টেটের ব্যবসা। আজ বুধবার (১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মেসির নতুন প্রতিষ্ঠানের নাম ‘এদিফিসিও রোস্টাওয়ার সোচিমি।’ প্রতিষ্ঠানটির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের মাধ্যম ‘লিমেকু এস্পানা ২০১০।’
আর্জেন্টিনা কিংবা মায়ামিতে নয়, মেসি এই ব্যবসা শুরু করেছেন স্পেনে। যে স্পেন থেকে তার বেড়ে ওঠা, হয়ে ওঠা আজকের মেসি, সেখানেই খুললেন নতুন প্রতিষ্ঠান। মেসির এই প্রতিষ্ঠানে বিনিয়োগ ২৩২.১২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় দুই হাজার ৭৮৫ কোটি টাকা। আর এখানে সর্বনিম্ন শেয়ারের মূল্য প্রায় ৬০ (৫৯.৭৩) ডলার।
এদিফিসিও রোস্টাওয়ার সোচিমি মূলত একটি ট্রাস্ট। এর অধীনে সাতটি হোটেল আছে। হোটেলগুলো স্পেন ও অ্যান্ডোরায় অবস্থিত। এছাড়া, স্পেনে আছে তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট। লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি। এই ট্রাস্টেরই একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মেসির রিয়েল স্টেট ব্যবসা।