বিপিএলের মাঝপথে দল পেলেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত—একসময়ে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন। তবে, অফফর্ম আর সুযোগ কাজে লাগাতে না পারায় এখন জাতীয় দল থেকে অনেকটাই দূরে তিনি। এমনকি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলেও দল পাচ্ছেন না। অবশ্য চলমান আসরের মাঝপথেই তাকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস।
জানা গেছে, আসিফ হাসান চোটে পড়ায় তার পরিবর্তে মোসাদ্দেককে দলে নিয়েছে ঢাকা। বিপিএলের ২০১৬-১৭ মৌসুম থেকে নিয়মিতই খেলেছেন এই অলরাউন্ডার। এবার তার শুরুতে দল না পাওয়া দেশের ক্রিকেট মহলে অনেকটাই অপ্রত্যাশিত ছিল।
গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ 'এ' দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে। এরমধ্যে কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।
বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।
বিপিএলে খুবই বাজে ফর্মে আছে ঢাকা। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে দলটি। পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপিএল মিশন শুরু হবে মঙ্গলবার। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে নামবে অভিনেতা শাকিব খানের দল। ঢাকা পর্বে ভালো করতে না পারলেও সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।