চায়ের দেশে ছক্কার বৃষ্টি!
বিপিএলে শুরু হয়েছে সিলেট পর্ব। আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বিপিএল। প্রথম দিনে দর্শকরা দেখল জমজমাট এক ম্যাচ। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানের জবাবে এক ওভার ও আট উইকেট হাতে রেখে ২১০ রান করে জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
এই ম্যাচে বিপিএল দেখেছে ছক্কার রেকর্ড। চায়ের দেশ সিলেটের মাঠে যেন বৃষ্টি ঝরেছে। রংপুর ও সিলেটের ব্যাটাররা মিলে হাঁকান ৩১টি ছক্কা। যা টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে এক ম্যাচে ২৯টি ছক্কার নজির ছিল বিপিএলের ইতিহাসে।
গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেখেছিল ২৯ ছক্কা। এবারের আসরে সেটি ছুঁয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুরের হোম ক্রিকেটে দুদল থামে ২৯ ছক্কাতেই। সিলেটে এসে রেকর্ড আর সুরক্ষিত রাখতে দেয়নি রংপুর ও সিলেট মিলে। ম্যাচে সিলেটের ছয় ক্রিকেটার মিলে ছক্কা হাঁকান ১৬টি। রংপুরের চারজন মিলেন মারেন ১৫টি।
ম্যাচে সবচেয়ে বেশি সাতটি করে ছক্কা মারেন রংপুরের দুজন। অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ব্যাট থেকে আসে সমান সাতটি করে ওভার বাউন্ডারি। এরপর চারবার করে উড়িয়ে বল সীমানা ছাড়া করেন সিলেটের দুই তারকা জাকির হাসান ও অ্যারোন জোন্স। তিনটি করে ছক্কা আসে রনি তালুকদার ও আকের আলী অনিকের ব্যাট থেকে।