চিটাগংয়ের সহজ জয়, ঢাকার টানা পঞ্চম হার
বিপিএলের চলতি আসর শুরুর আগে বেশ আলোচনায় ছিল ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সুপারস্টার শাকিব খান। তবে, মাঠের বাইরে সরব ঢাকা পারফরম্যান্সে নিষ্প্রভ। ঢাকা পর্বের পর সিলেটেও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটি। হেরেছে টানা পাঁচ ম্যাচে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকাকে সাত উইকেটে হারিয়েছে চিটাগং কিংস।
টসে হেরে আগে ব্যাট করা ঢাকা ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। জবাবে ১৯.৩ ওভারে তিন উইকেটে ১৮০ রান করে চিটাগং।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ভালো ভিত পায় চিটাগং। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান মিলে জমা করেন ৫৫ রান। ইমন ১৬ বলে ১৭ রানে বিদায় নেন। অর্ধশতক তুলে নেন উসমান। ৩৩ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৫৫ রানে থামেন তিনি। ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৯ রান।
এই তিনজন বিদায় নিলে বাকি কাজ সম্পন্ন করেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন। মিঠুন ২২ বলে ৩৩ এবং শামীম অপরাজিত থাকেন ১৪ বলে ৩০ রানে।
ঢাকার পক্ষে একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান, ফরমানউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।
এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ঢাকার। জেসন রয় ফিরে যান চার বলে এক রানে। ওয়ানডাউনে নামা স্টিফেন এস্কিনাজিও খেলেন ১৪ বলে পাঁচ রানের ধীরগতির ইনিংস। তবে, ওপেনার তানজিদ তামিম তুলে নেন অর্ধশতক। ৪৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫৪ রান করেন তামিম।
অধিনায়ক থিসারা পেরেরা এক রানে ফিরে গেলে শঙ্কা জাগে ঢাকার অল্পতে থেমে যাওয়ার। সেটি হতে দেননি সাব্বির রহমান। অনেকদিন পর ফিরলেন চেনা ছন্দে। চিটাগংয়ের বোলারদের ওপর দিয়ে রীতিমতো তুফান ছোটান সাব্বির। ৩৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। সাব্বির তার ইনিংস সাজান ৯টি ছক্কা ও তিনটি চারে, ২৪৮.৪৮ স্ট্রাইক রেটে। এই তারকার ব্যাটে চড়েই স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ঢাকা।
চিটাগংয়ের পক্ষে চার ওভারে ২১ রানে তিন উইকেট শিকার করেন খালেদ আহমেদ। আরাফাত সানি ও আলিস ইসলাম নেন একটি করে উইকেট।