দল ঘোষণায় দেরি, আইসিসির কাছে নতুন আবদার ভারতের
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণার শেষ দিন আজ। দল ঘোষণার পর অদলবদল করার জন্য হাতে এক মাস সময় থাকবে। যদিও আইসিসির বেঁধে দেওয়া সময়ে দল ঘোষণা করতে পারছে না ভারত। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও দেবে বিসিসিআই।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের খবর, নির্দিষ্ট সময়ে চ্যাম্পিয়নস ট্রফির দল দিতে পারছে না ভারত। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন করেছে তারা। জানা গেছে, দল ঘোষণার দেরির কারণ পেসার মোহাম্মদ শামি।
দলটির নির্বাচকেরা মোহাম্মদ শামির ফিটনেসের সর্বশেষ অবস্থা দেখে নিতে চান। ডানহাতি এই পেসার ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে চোটের কারণে দলের বাইরে। এমন গুরুত্বপূর্ণ আসরে এই পেসারের সার্ভিস চান নির্বাচকেরা। কারণ ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন শামি। সেসময় ভারতকে ফাইনালে তোলার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ভারতের হয়ে না খেললেও গত বছরের নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার হয়ে ৯টি টি–টোয়েন্টি ম্যাচের সব কটিই খেলেছেন। ৭.৮৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলেছেন মাত্র তিনটি, ২৫.৮০ গড়ে নিয়েছেন ৫ উইকেট।
ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত হয়তো এক সপ্তাহর পর দল দিতে পারে। সেই হিসেবে আগামী ১৮ বা ১৯ জানুয়ারি তাদের স্কোয়াড কেমন হচ্ছে, সেটা জানা যাবে। সবার আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। বাকি দলগুলো আজই প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে।