অবসর নয়, কোহলির ভাবনায় বিশ্বকাপ

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির তিনটি টুর্নামেন্টই জিতেছেন বিরাট কোহলি। ক্যারিয়ারে অপূর্ণতা বলতে কিছু নেই তার। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি অবসরের ঘোষণা দেবেন কোহলি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একসঙ্গে অবসরে যান রোহিত শর্মা ও কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র ওয়ানডেতেও থেমে যাবেন, এমন প্রস্তুতিই সবার ছিল।
রোহিত অবসর নেননি। অবসরের প্রশ্নে সাফ জানিয়েছেন, খেলা চালিয়ে যাবেন। কোহলিও অনুসরণ করলেন অধিনায়কের পদাঙ্ক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে আজ মঙ্গলবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন বলছে, শুধু খেলা চালিয়ে যাওয়া নয়, কোহলির ভাবনায় আগামী ওয়ানডে বিশ্বকাপ।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব আসরে চোখ কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আয়োজিত একটি ইভেন্টে কোহলিকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? সেখানে বিশ্বকাপ জয়ের কথা জানান তিনি।
কোহলি বলেন, ‘পরের বড় পদক্ষেপ? বলতে পারি না। হতে পারে আগামী বিশ্বকাপ জয়।’ নিজের ভিশন সম্পর্কে এভাবেই জানান দেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটার।
এদিকে, বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স আজ দিয়েছে বিশাল এক ঘোষণা। যাতে চোখ কপালে উঠেছে ক্রিকেট ভক্তদের। ক্লাবটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে, আগামী দুই মৌসুম সিক্সার্সে খেলবেন কোহলি। সময়ের সেরা ব্যাটারকে দলে ভিড়িয়ে সিক্সার্স লিখেছে, ‘কিং কোহলি। আনুষ্ঠানিকভাবে আগামী দুই মৌসুমের জন্য সিক্সার্সের একজন হলেন কোহলি।’