অনুশীলনে ফিরবেন রাজশাহীর ক্রিকেটাররা
বিপিএলে পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি আসরেই ক্রিকেটারদের বেতন বকেয়া রাখে অনেক ফ্র্যাঞ্চাইজি। পারিশ্রমিক নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি চলমান আসরেও। যার রেশ ধরে আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুশীলন পর্যন্ত বর্জন করেছিল দুর্বার রাজশাহী।
বুধবার সকালে বাতিল করা হলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের দলের অনুশীলনে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর তারা রাজি হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে, পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি।
ঢাকা ও সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। কাল থেকে চট্টগ্রাম পর্ব শুরু হবে। রাজশাহীর ম্যাচ ১৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ম্যাচকে সামনে রেখে কাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে রাজশাহীরা ক্রিকেটাররা।
নতুন নামে চলমান বিপিএলে আসা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি মাঠের ক্রিকেটে ভালো করতে পারছে না। এখন পর্যন্ত খেলেছে ছয় ম্যাচ। জয় পেয়েছে মাত্র দুটিতে। চার পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। সর্বশেষ দলটির বিপক্ষে ঢাকা ক্যাপিটালস গড়েছে বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ২৫৪ রানের রেকর্ড।