পেশাদার হিসেবে দিনশেষে টাকাটাই আসল : আরাফাত সানি
আর্থিক লেনদেন নিয়ে বিপিএলে গত কয়েকদিন চলেছে বেশ নাটকীয়তা। দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলন বর্জন করেছিল পাওনা না পেয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা ডাকে, এরপর রাজশাহীর পক্ষ থেকে পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়। আশ্বাস পেয়ে খেলোয়াড়রা ফেরেন অনুশীলনে।
এসব ব্যাপার বিপিএলে এবারই প্রথম নয়। প্রতি আসরেই এমনটি ঘটে। যা নিয়ে প্রকাশ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। বাংলাদেশ দলের স্পিনার ও চিটাগং কিংসের তারকা আরাফাত সানিও মনে করেন, দিনশেষে টাকাই আসল।
সংবাদ সম্মেলনে সানি বলেন, ‘এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। দিনশেষে টাকাটাই ম্যাটার করে। যেহেতু আমাদের পেশা ক্রিকেট, সেহেতু খেলার পর যখন পেমেন্টটা পাই, নিজের কাছে ভালো লাগে। এটার ওপরই নির্ভর করে অনেক খেলোয়াড়। আর বিপিএল একটা বড় টুর্নামেন্ট। অনেক বছর ধরে হচ্ছে।’
চিটাগংয়ের আর্থিক কোনো ঝামেলা আছে কি না, সেই প্রসঙ্গেও কথা বলেন সানি। তবে, তার দলের ব্যাপারে তিনি ইতিবাচক। নিয়মিত অর্থ পরিশোধ করছে দল, জানান তিনি।
সানি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দল থেকে কোনো অভিযোগ আসেনি। যা-ই দেওয়া হয়েছে, টাকার ইস্যু নিয়ে কেউ কিছু বলেনি। আমাদের দল টুর্নামেন্টের যে নিয়ম, সেই প্রক্রিয়াতেই এগোচ্ছে। যে টাকা বাকি আছে, দুই একদিনের মধ্যে দিয়ে দেবে।’