ক্রিকেটারদের ওপর কড়াকড়ি, মিশ্র প্রতিক্রিয়া রোহিত ও আগারকারের
হঠাৎ করে এলোমেলো হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে রোহিত শর্মারা। ১০ বছর পর অসিদের বিপক্ষে টেস্ট সিরিজে হারের কারণ হিসেবে সিনিয়রদের ব্যর্থতা ও ক্রিকেটারদের উদাসীনতাকে দায়ী করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দ্য হিন্দু, ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে একটি নির্দেশনা। যেখানে দেখা যাচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের ১০টি বিষয়ে কড়াকড়ি দেওয়া হয়েছে। এরমধ্যে আছে—কোনো সিরিজের মাঝে খেলোয়াড়দের একা না ভ্রমণ করা, পরিবারকে বেশিদিন সঙ্গে না রাখা, ব্যক্তিগত সহযোগি নিয়ে সফরে না যাওয়া, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে আসার মতো বিষয়।
এতসব কড়াকড়ি নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন ভিন্ন কথা। রোহিত বলেন, ‘এসব কে বলেছে? এটা কি বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে? যা আনুষ্ঠানিক নয়, তার সত্যতা কতটুকু?’
তবে, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন আরেক কথা। তিনি বলেন, ‘নিয়ম থাকলে কোনো সমস্যা দেখি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আইনের প্রয়োজন আছে। যখন জাতীয় দলের হয়ে খেলবেন, তখন আপনাকে নিয়মগুলো মানতে হবে। এটি দল হিসেবে আরও ঐক্যবদ্ধ করবে। এটি কোনো শাস্তি নয়।’