স্টার স্পোর্টসকে একহাত নিলেন রোহিত
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মৌসুমটা কেটেছে ভীষণ বাজে। ১০ দলের মধ্যে সবার নিচে থেকে আসর শেষ করেছে দলটি। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। তা নিয়ে চলেছে সমালোচনা। এমন বাজে অবস্থার মধ্যে স্টার স্পোর্টসের এক কাণ্ডে চটেছেন রোহিত।
স্টার স্পোর্টস আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার। মাঠে যে কোনো সময়েই তাই তাদের রয়েছে প্রবেশাধিকার। সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, স্টার স্পোর্টসের ক্যামেরাম্যানকে অডিও বন্ধ করার অনুরোধ করছিলেন রোহিত। সেই সময় তিনি দলের কলকাতা নাইট রাইডার্সের কোচের সঙ্গে কথা বলছিলেন।
স্টার স্পোর্টস রোহিতের অনুরোধ রাখেনি। বরং, রোহিতের বলা—অডিওটা বন্ধ করুন, এগুলো ঝামেলায় ফেলে; এমন কথার ভিডিও প্রকাশ করে টিভি চ্যানেলটি। সেটি নিয়ে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন রোহিত।
নিজের এক্স অ্যাকাউন্টে আজ রোববার (১৯ মে) রোহিত বলেন, ‘চ্যানেলগুলো ভিউ ও অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে কোনো কনটেন্ট দিয়ে দিচ্ছে। এভাবে চললে আমাদের (খেলোয়াড়দের) নিজস্বতা বলে কিছু থাকবে না। অনুশীলনে, মাঠে কিংবা বন্ধুর সঙ্গে আলাপে যখন তখন রেকর্ডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা। এগুলো বন্ধ হওয়া উচিত। তাদের শুভবুদ্ধির উদয় হোক।’