নিশামকে যে কারণে ফাইনালে খেলায়নি বরিশাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/nisham.jpg)
ফাইনাল তো এমনি হওয়া উচিত। বিপিএলের একাদশ আসরে ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ দেখে এমনটা বলাই যায়। জমজমাট লড়াই শেষে শিরোপা বরিশালের ঘরে গেলেও ম্যাচে আগে বেশ আলোচনায় ছিল কিউই ক্রিকেটার জেমি নিশামের একাদশে না থাকা। ঠিক কি কারণে তাকে ফাইনালে খেলানো হলো না, সেটিই ব্যাখ্যা করলেন অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচশেষে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে এই বিষয়ে তামিম বলেন, ‘নিশামের ব্যাপারে খুবই পরিষ্কার ছিলাম। আমি একদম নিশ্চিত ছিলাম, তাকে খেলাবো না। সেটা আমি আমাদের মালিককেও বলে দিয়েছি। আমি নিশামকে বৃহস্পতিবার বলে দিয়েছি তুমি খেলছো না। আমি কম্বিনেশন ভাঙতে চাইনি।’
তামিম আরও যোগ করেন, ‘বিদেশিদের মধ্যে আমাদের একজন মাত্র পেসার আছেন। যদি কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডার ব্যথা পেয়ে যায়, তাকে রিপ্লেস করার কেউ ছিল না। আমরা আসলে সেই চিন্তা করে নিশামকে এনেছি। একাদশে রাখবোই এমন ভেবে নয়। আমি জানি ও বিশ্বাস করি, নিশাম খেলার জন্য যোগ্য ছিল। এই বিপিএলের যেকোনো দলে খেলার সামর্থ্য আছে তার। তবে আমি তারপরও তাকে খেলাতে চাইনি।’
এই বিষয়ে দলটির মালিক মিজানুর রহমান বলেন, ‘আমরা নিশামকে এনেছি, তবে খেলাতে পারিনি। আপনি যদি দেখেন তাদের বাঁহাতি কজন ব্যাটার আছেন। আপনি যদি নবীকে তুলে নেন তাহলে বল করবে কে? সবসময় প্রতিপক্ষ কে হবে সেই চিন্তা করতে হবে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।’