দুবাইতে মুশফিক-তাসকিনদের সঙ্গে তামিম ইকবাল

ছবি দেখে মনে হতে পারে, তামিম ইকবাল কি চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন? না বিষয়টা মোটেও তেমন নয়। বৈশ্বিক আসরে যাত্রা শুরু আগে পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে অবস্থান করছেন তামিম। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিক-মাহমুদুউল্লাহদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন দেশসেরা এই ওপেনার।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্রিকেটারদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখা, ‘আশাকরি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।’
ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মন্ত্র নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
ভারতের মতো দলের বিপক্ষেও শান্ত কেন এতটা আত্মবিশ্বাসী? সেই ব্যাখ্যাও দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার, “সব দলই ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে আমি এমন একজন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি যে ভাবে না। আমরা যদি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি যথাযথভাবে, যেকোনো দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা।”
দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৪১ বার। ৩২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল। বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবশেষ জয় ২০০৭ সালে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে। তাই এবারও দারুণ কিছু করতে মুখিয়ে ফিল সিমন্সের শিষ্যরা।