রিয়ালের মাইলফলকের ম্যাচে রদ্রিগোর রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগ এলেই বদলে যায় রিয়াল মাদ্রিদ। ব্যতিক্রম ঘটেনি সর্বশেষ ম্যাচেও। লা লিগায় যে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারছিল না নগর প্রতিদ্বন্দ্বীরা, তাদেরই চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে লস ব্লাংকোরা। শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (৪ মার্চ) দিনগত রাতে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল রিয়ালের মাইলফলক স্পর্শ করার ম্যাচ। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রিয়াল মাদ্রিদের এটি ৫০০তম ম্যাচ! ৫৫ মৌসুম ধরে খেলছে ক্লাবটি। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা একমাত্র দল হিসেবে খেলেছে ৫০০ ম্যাচ। এমন ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রদ্রিগো।
মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দের ডিফেন্সচেরা পাসে রদ্রিগোর গতিশীল গোল সান্তিয়াগো বার্নাব্যুতে আনে আনন্দের ফোয়ারা। দলের মাইলফলকের ম্যাচে কীর্তি গড়েন রদ্রিগো নিজেও। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল রদ্রিগোর ২৫তম গোল।
দুর্দান্ত গোলটিতে টুর্নামেন্টের পঞ্চম কনিষ্ঠ ফুটবলার হিসেবে ২৫ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২৪ বছর ৫৪ দিন বয়সে এই কীর্তি গড়া রদ্রিগোর ওপরে রয়েছেন রাউল গঞ্জালেস (২৩ বছর ২৫২ দিন), লিওনেল মেসি (২২ বছর ২৮৬ দিন), কিলিয়ান এমবাপ্পে (২২ বছর ৮০ দিন) ও আর্লিং হালান্ড (২২ বছর ৪৭ দিন)।