হামজাকে বরণ করে নিতে অপেক্ষায় ভক্তরা

বাংলাদেশ ফুটবল দলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী। সিলেটের সন্তান এই ফুটবলার এর আগেও এসেছেন বাংলাদেশে। তবে, এবারের পরিচয় সম্পূর্ণ ভিন্ন। আগে তিনি ছিলেন ইংলিশম্যান। এখন পুরোদস্তুর বাংলাদেশি। ফুটবল মাঠে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে এবারের বাংলাদেশ সফর তার।
আরও পড়ুন : বাড়িতে কী কী আয়োজন থাকছে, জানালেন হামজার বাবা
২৭ বছর বয়সী হামজা আজ সোমবার (১৭ মার্চ) সিলেটে আসেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা ও তার পরিবারের সদস্যরা। বিমানবন্দরের বাইরে তাকে দেখতে ভীড় জমিয়েছে ভক্তরা। তাকে বরণ করে নিতে প্রস্তুত সিলেট ও হবিগঞ্জের মানুষ। পাশাপাশি স্বাগত জানাতে ব্যানার নিয়ে এসেছে সিলেট জেলা ফুটবল দল।
আরও পড়ুন : ভারতের সঙ্গে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে হামজার বাবার বাড়ি। বাংলাদেশে এসে তার প্রথম গন্তব্য সেখানেই। সেখানে একদিন থেকে তারপর ঢাকার উদ্দেশে রওনা দেবেন হামজা। করবেন অনুশীলন, কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। এরপর তাকে নিয়ে ভারতের পথে উড়াল দেবে বাংলাদেশ দল।
আরও পড়ুন : বাংলাদেশে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী
আগামী ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক ঘটবে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ক্লাবটিতে ধারে খেলছেন হামজা। মূলত, তিনি খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে।