ফাহমিদুলকে দলে না রাখার কারণ জানালেন বাংলাদেশ কোচ

সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। দলের সঙ্গে সৌদিতে গেলেও দেশে ফেরেননি ফাহমিদুল ইসলাম। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ দল যখন দেশে আসে, তার আগেই ইতালি চলে যান ফাহমিদুল। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি।
হামজা চৌধুরীর মতোই ফাহমিদুলও প্রবাসী ফুটবলার। ইতালির চতুর্থ বিভাগে খেললেও প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ দলের। যে কারণে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক স্কোয়াডেও রাখা হয় তাকে। ২৮ জনের দল নিয়ে সৌদিতে যায় বাংলাদেশ। সঙ্গে ছিলেন ১৮ বছর বয়সী ফাহমিদুল। তবে, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে তাকে না দেখে অবাক হয়েছে অনেকেই।
বাংলাদেশ কোচ কাবরেরা অবশ্য এর ব্যাখা দিয়েছেন। জাতীয় দলে খেলার জন্য ফাহমিদুলকে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন কাবরেরা। কাবরেরা বলেন, ‘ফাহমিদুল মেধাবী খেলোয়াড়। সৌদিতে প্রস্তুতি ক্যাম্পে সে আমাদের সঙ্গে ছিল। বেশ ভালোও করেছে। তবে, তাকে আরও সময় দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে বাকি খেলোয়াড়রা তারচেয়ে বেশি প্রস্তুত।’
জামাল ভূঁইয়ার হাত ধরে বাংলাদেশে প্রবাসী ফুটবলাররা আসতে শুরু করেন। যার সর্বশেষ সংযোজন হামজা-ফাহমিদুল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে নিয়ে সবার প্রত্যাশা তুঙ্গে। গতকাল বাংলাদেশে আসেন হামজা। দলের সঙ্গে আগামীকাল যোগ দেবেন অনুশীলনে। তাকে নিয়েই ভারতের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।