বাংলাদেশের প্রতি আগ্রহ হারাতে পারে ফাহমিদুল, শঙ্কা সাবেক অধিনায়কের

তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াড থেকে। এটি মেনে নিতে পারছেন না অনেকেই। এই দলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ফাহমিদুলের বাদ পড়া মেনে নিতে পারছেন না তিনিও।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন বিপ্লব। এ সময় তাকে শঙ্কা প্রকাশ করতে দেখা যায়। ১৮ বছর বয়সী ফাহমিদুলের মন ভাঙার ভয় পাচ্ছেন বিপ্লব। ফাহমিদুল খেলতে চেয়েছিলেন কিন্তু কোচের সিদ্ধান্তে বাদ পড়েছেন, যা হতাশ করেছে সাবেক এই অধিনায়ককে।
বিপ্লব তার পোস্টে লিখেছেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত, আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে জানি না ভবিষ্যতে লাল সবুজের জার্সির প্রতি ফাহমিদুলের এমন আগ্রহ থাকবে কি না।’
এদিকে ফাহমিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ফাহমিদুল মেধাবী খেলোয়াড়। সৌদিতে প্রস্তুতি ক্যাম্পে সে আমাদের সঙ্গে ছিল। বেশ ভালো করেছে। তবে, তাকে আরও সময় দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে বাকি খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত।’