আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা

কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা। এর আগে রয়েছে জমজালো উদ্বোধনী। যদিও বৃষ্টির বাধায় ম্যাচের পাশাপাশি উদ্বোধনী আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আইপিএল শুরুর জন্য আদর্শ নয়। গতকাল দুই দলের অনুশীলনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। একই দশা হতে পারে আজও। এখনকার আবহাওয়াও কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না। বৃষ্টি থামলেও আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা।
কলকাতার আঞ্চলিক মেটেওরোলোজিক্যাল সেন্টারের পূর্বাভাসে জানা গেছে, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সে কারণে ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা হয়েছে। ‘আকুওয়েদার’–এর তথ্যমতে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঝোড়ো বৃষ্টি হতে পারে।
বল মাঠে গড়ানোর আগে রয়েছে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও করণ আউজলা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন খোদ কেকেআর মালিক শাহরুখ খান। যা আয়োজনের অন্যতম আকর্ষণ। এর আগেও তিনি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন।
অনুষ্ঠানের জন্য সময় বেশি পাওয়া যাবে না। আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষ করতে হবে। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। সাতটায় টস। সাড়ে সাতটায় বল গড়াবে মাঠে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে কেকেআর-আরসিবি লড়াই। ইডেনের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই উন্নত। তাই খেলা মাঠে গড়ানোর আশায় আছেন সবাই।