সহজ জয়ে চেন্নাইয়ের আইপিএল শুরু

ঘরের মাঠ চিপকে চেন্নাইয়ের পক্ষেই পাল্লা ভারী ছিল। আইপিএলে দিনের প্রথম ম্যাচে রানবন্যা দেখা গেলেও চিপকের মন্থর উইকেটে রান কম হবে, সেটি অনুমিত ছিল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার (২৩ মার্চ) টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি মুম্বাই। চেন্নাই ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা মুম্বাই ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানে থামে। জবাবে ১৯.১ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে চেন্নাই।
ব্যাট হাতে মুম্বাইয়ের ব্যর্থতার শুরু প্রথম ওভারেই। কোনো রান না করেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলীয় ২১ রানে বিদায় নেন রায়ান রিকেলটন। ৩৬ রানে উইল জ্যাকসের উইকেট হারায় মুম্বাই। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন সূর্কুমার যাদব ও তিলক ভার্মা।
২৬ বলে ২৯ রানে আউট হন মুম্বাই অধিনায়ক যাদব। তিলক করেন ২৫ বলে ৩১ রান। এই দুজন বিদায় নিলে আবার ধস নামে ব্যাটিংয়ে। শেষদিকে নমন ধিরের ১২ বলে ১৭ রান মুম্বাইয়ের সংগ্রহ দেড়শ পার করতে সহায়তা করে।
চেন্নাইয়ের পক্ষে ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট শিকার করেন নুর আহমদ। ৪ ২৯ রানে ৩ উইকেট নেন খলিল আহমেদ।
রান তাড়ায় চেন্নাইয়ের পথ সহজ করেন ওপেনার রাচিন রবীন্দ্র। ৪৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় খেলা অপরাজিত ৬৫ রানের ইনিংসটি গড়ে দেয় জয়ের ভিত। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাচিন। তাকে সঙ্গ দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দ্রুতগতির হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আউট হওয়ার আগে ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৩ রান। জোড়া হাফসেঞ্চুরিতে ৫ বল হাতে রেখেই জয়ের দেখা পায় চেন্নাই।