আইন ভেঙে শাস্তি পেলেন ম্যাক্সওয়েল

রান বন্যার ম্যাচে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারায় পাঞ্জাব কিংস। ঘরের মাঠে মঙ্গলবার (৮ এপ্রিল) পাঞ্জাব জিতলেও ভালো করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে ১ রানে আউট হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। এরপর ড্রেসিংরুমে গিয়ে মেজাজ হারান ম্যাক্সওয়েল।
দল জিতলেও আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়েছেন ম্যাক্সওয়েল। ইএসপিএনক্রিকইনফোতে আজ বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। ম্যাচ রেফারির সিদ্ধান্ত অবশ্য মেনে নিয়েছেন অসি এই তারকা।
বলা হয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল ধারা ২.২ এর আওতায় লেভেল-১ অপরাধ করেছেন। লেভেল ১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক। আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, স্বাভাবিক ক্রিকেট কার্যকলাপের বাইরে যে কোনো কাজ— স্টাম্পে লাথি মারা কিংবা বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ইত্যাদিতে ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত ক্ষতি সাধন করা এই অপরাধের মধ্যে পড়ে।
শাস্তি পাওয়ার দিনে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে খারাপ করেননি ম্যাক্সওয়েল। ২ ওভার বল ঘুরিয়ে ১১ রানে নেন রাচিন রবীন্দ্রের উইকেট। দলও পেয়েছে জয়ের দেখা। সবমিলিয়ে, পাঞ্জাবের মালানপুরের মহারাজ যাদভিন্দ্র সিং স্টেডিয়ামে ম্যাক্সওয়েলের রাত কেটেছে অম্লমধুর অভিজ্ঞতায়।