সৌভাগ্য যে গোল হজম করিনি—ম্যাচের পর ভারতীয় কোচ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোলের অন্তত পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছে তারা। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। বেশিরভাগ সুযোগই এসেছিল ভারতের ভুলের কারণে। তাই ম্যাচ শেষে রুদ্রমূর্তি ধারণ করেন ভারতীয় কোচ মানোলো মার্কেজ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সব চেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিলাম। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।’
২৬ বছর পর দুদলের লড়াই গোলশূন্য ড্র হল। চর্চায় গোলরক্ষক বিশাল কাইথের ভুলও। যেখান থেকে অনায়াসে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। আবার গোলের সুযোগ হাতছাড়া করেন সুনীল ছেত্রী। ভারতের কোচের বক্তব্য, “এটা অভিজ্ঞতা বা অনভিজ্ঞতার প্রশ্ন নয়। প্রশ্ন হল, আপনি ম্যাচটা কেমন খেলেছেন। গোলকিপার হয়তো ভুল করেছে। কিন্তু বাস্তবটা হল সবাই খারাপ খেলেছে। আমরা অত্যন্ত খারাপ খেলেছি। যদি ইতিবাচক কিছু থাকে, সেটা হল আমরা এক পয়েন্ট পেয়েছি। প্রথমার্ধে যে গোল খাইনি এটাই আমাদের সৌভাগ্য।’’
শুধু সুনীলই নন ভারত ডিফেন্সেও বেশ কয়েকবার ভুল করেছে। গোলকিপারও সেরাটা দিতে পারেননি। যদিও সেসব ভুলের মাশুল আদায় করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় ক্ষুব্ধ ভারত কোচ মানোলো।