বাংলাদেশ সফরের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

চলতি মাসে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে বাংলাদেশে আসছে দলটি।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।
সফরকারী জিম্বাবুয়ে দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও দেয়নি। ক্রিকেটাররা ব্যস্ত আছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে, জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন দুই তারকা।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভীরে, ওয়েলিংটন মাসকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নায়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নায়ুচি, তাফাজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শিন উইলিয়মস