মেসি একটিও ব্যালন ডি’অর পেতেন না, যদি...

অতি ভোজনে অমৃতেও না কি অরুচি আসে! লিওনেল মেসির বেলায় কি কথাটি প্রযোজ্য? আটটি ব্যালন ডি’অর জিতেছেন যিনি, আর কিছু লাগে তার? সমকালের সেরার তর্ক থামিয়ে মেসিকে নিয়ে আলাপ হয়, তিনি সর্বকালের সেরা কি না! সেখানে নতুন এক বিতর্ক সামনে আনলেন ফ্র্যান্সেসকো টট্টি।
ঠিক বিতর্ক নয়, ইতালিয়ান ক্লাব এএস রোমার এই কিংবদন্তি দিয়েছেন মতামত। ইতালির অন্যতম সেরা এই তারকার মতে, মেসি যদি রোমায় খেলতেন, তাহলে একটিও ব্যালন ডি’অর পেতেন না। ভিভা এল ফুটবলের এক পডকাস্টে টট্টির বলা কথার বরাতে এই সংবাদ প্রকাশ করেছে মার্কা।
টট্টি বলেন, ‘মেসি যদি আমার মতো রোমায় ২৫ বছর খেলতেন, তাহলে কয়টা ব্যালন ডি’অর পেতেন? আমি বলব, একটিও না। ইতালিতে লম্বা সময় খেললে আমি নিশ্চিত, তার ব্যালন ডি’অর পাওয়া হতো না।’

এই কথা বললেও রোমার অবিসংবাদিত সর্বকালের সেরা ফুটবলার মেসির প্রশংসা করতে ভোলেননি। মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন টট্টি। তার মতে রোমার নাম্বার টেন হওয়ার যোগ্যতা যদি কারও থাকে, তিনি হলেন মেসি।
ক্যারিয়ারের শুরু থেকে শেষ, রোমাতেই এক জীবন কাটিয়েছেন এই ফরোয়ার্ড। ২৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৮৫ ম্যাচ। পডকাস্টে টট্টি আরও জানান, রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ ছিল তার। সেই প্রস্তাব ফিরিয়ে না দিলে তার নামের পাশেও থাকত ব্যালন ডি’অর।