বাংলাদেশে আসছে আরবের অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/15/adbliv_logo.jpg)
বাংলাদেশের বিজ্ঞাপনদাতা এবং অনলাইন পাবলিশারদের জন্য প্রথম বারের মতো আসছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ’। আগামী আগস্টের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তিনির্ভর বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে অ্যাড নেটওয়ার্কের ধারণা বেশ পুরোনো হলেও অ্যাড বিলিভ নিয়ে আসছে নতুন কিছু। প্রথমেই স্বচ্ছতা আর সত্যিকারের বিজ্ঞাপনের ভিউবিলিটি নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কোম্পানিটির কর্মকর্তারা।
পাশাপাশি বিজ্ঞাপনে সৃজনশীল ও নিত্য নতুনের ছোঁয়া আনতে চান তাঁরা। বাংলাদেশসহ বিশ্বের অন্য বাংলা ভাষাভাষীদের কাছেও তাঁরা ছড়িয়ে দিতে চান বিজ্ঞাপনের এ নতুন ধারা। ব্র্যান্ড ও পাবলিশারদের মধ্যে সেতুবন্ধনে অ্যাড বিলিভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।