গাড়ির জন্য অ্যানড্রয়েড অটো

টেক জায়ান্ট গুগল চালু করেছে মোটরগাড়ির জন্য তাদের নতুন সার্ভিস ‘অ্যানড্রয়েড অটো’। এর মাধ্যমে একজন চালক খুব সহজেই ফোন কল, টেক্সট মেসেজ, গুগল ম্যাপসহ আরো কিছু সুবিধা উপভোগ করতে পারবেন গাড়িতে।
অ্যানড্রয়েড অটো-এর ঘোষণা এসেছিল গত বছর গুগলের আইও ডেভেলপার কনফারেন্সে। তবে গুগল আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস চালু করে গত মঙ্গলবার। হুন্দাই সোনাটা ২০১৫ মডেলের প্রাইভেট কারের সাথে বিল্ট-ইন হিসাবে আসছে অ্যানড্রয়েড অটো। যদিও এ বছরের মার্চ থেকেই থার্ড পার্টি নেভিগেশন সিস্টেম হিসেবে এই সার্ভিসটির ব্যবহার শুরু হয়েছে।
তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগলের নতুন এই সার্ভিস মূলত কাজ করবে স্মার্টফোনের মাধ্যমে। এর জন্য প্রয়োজন হবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ললিপপ ৫.০ কিংবা তার পরবর্তী কোনো সংস্করণে চালিত স্মার্টফোন। ইউএসবি ক্যাবলের সাথে স্মার্টফোনটিকে যুক্ত করতে হবে গাড়ির ড্যাশবোর্ড প্যানেলের সাথে।
আর এর মাধ্যমেই আপনার গাড়িতে সচল হবে অ্যানড্রয়েড অটো। এরপর খুব সহজেই আপনি গাড়িতেই ব্যবহার করতে পারবেন আপনার অ্যানড্রয়েড স্মার্টফোনের বেশ কিছু সুবিধা।
নেভিগেশন, ফোন কল, টেক্সট মেসেজ, অডিও-ভিডিও প্লেয়ারসহ স্মার্টফোনের বেশকিছু অ্যাপ্লিকেশন এখন আপনি গাড়ি চালাতে চালাতেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। নেভিগেশনের কাজে আপনাকে সহায়তা করবে গুগল ম্যাপ।
টাচস্ক্রিনের সাথে আপনি ব্যবহার করতে পারবেন গুগলের ভয়েস সার্ভিস। ফোন কল কিংবা টেক্সট মেসেজের ক্ষেত্রে গুগল ভয়েস সার্ভিস ব্যবহার করাকেই অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছন্দ বলে জানিয়েছে গুগল। মাল্টিমিডিয়া ফাইল ব্যবহারের ক্ষেত্রে পাবেন ‘স্পটিফাই’ কিংবা ‘পকেট কাস্ট’-এর মতো পডকাস্ট ব্যবহারের সুবিধা।
গুগল এরই মধ্যে প্রায় ৩০টি মোটরগাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে ‘অ্যানড্রয়েড অটো’ নিয়ে আলাপ সেরে ফেলেছে। ভবিষ্যতে বেশির ভাগ গাড়িই আপনাকে এই সুবিধা দিতে যাচ্ছে। অন্যদিকে হুন্দাই জানিয়েছে তাদের আগামী সব গাড়িতেই তারা ‘অ্যানড্রয়েড অটো’ যুক্ত করবে।
একই সাথে আইফোন ব্যবহারকারীদের জন্য তারা অ্যাপলের ‘অ্যাপল কারপ্লে’ যুক্ত করতে যাচ্ছে। অটোমোবাইল দুনিয়াতেও অ্যাপল এবং গুগলের দ্বৈরথ ভালোই জমবে বলে আভাস পাওয়া যাচ্ছে!