সাপের সঙ্গে সেলফি, আক্কেল সেলামি দেড় লাখ ডলার

এই প্রজন্মের মানুষের কাছে সেলফি এখন নেশায় পরিণত হয়েছে। কিন্তু একে নেশা বলি আর মজাই বলি, এর পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা না শুনলে বিশ্বাস করা কঠিন। মানলাম আপনি সেলফিপ্রেমী। তাই বলে সাপের সঙ্গে সেলফি! সাপের আর কি দোষ? সে তো কামড়াবেই। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো অঞ্চলের ফাসলার নামের এক ব্যক্তি সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে শেষ পর্যন্ত সেই সাপের দংশনের শিকার হলেন। এনডিটিভি জানিয়েছে এই সর্পদংশনের কথা। যাই হোক, একদিকে সাপের বিষে শরীর ব্যথায় নীল, অন্যদিকে হাসপাতালে বিল দেখে চক্ষু লাল। আর এতে ব্যথাটাও বোধহয় কয়েকগুণ বেড়ে যায় ফাসলারের। কারণ হাসপাতালের বিল বাবদ দেড় লাখ ডলার দিতে হয়েছে। একে আপনি বলতে পারেন সেলফি তোলার আক্কেল সেলামি!
একটু সুস্থ হওয়ার পর ফাসলার বলেন, 'সাপটি কামড় দেওয়ার পর আমার পুরো শরীর যেন কাঁপছিল। সাপের বিষে নিমিষেই আমার পুরো শরীর অবশ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল, আমার জিহ্বা যেন মুখ থেকে বের হয়ে আসছে এবং আমার চোখ এক পাশ থেকে বন্ধ হয়ে আসছিল।
ফাসলার একটি ঝারের পাশে ভয়ঙ্কর এই র্যাটেল প্রজাতির সাপের সঙ্গে সেলফি তুলতে যান। আর সঙ্গে সঙ্গেই সেই সাপের ছোবলে তাঁর পুরো হাতের রক্ত জমাট বেঁধে লাল হয়ে যায়। হাসপাতালে ভর্তির পর তাঁর প্রাণ রক্ষা পায় ঠিকই। কিন্তু বিলের ভাড়ে সাপের বিষের ব্যথা তিনি ভুলতে বসেছেন।
ফাসলারের কাছে একই প্রজাতির একটি ছোট সাপ ছিল। এটা আবার গৃহপালিত। ফাসলারের সাপ প্রেম বুঝতেই পারছেন! বাসায় সাপ পুষেও হচ্ছিল না, উনি গেলেন ঝোপের ভেতর পূর্ণবয়স্ক সাপের সঙ্গে সেলফি তুলতে। মজা ঠিকই টের পেলেন শেষটায়। হাসপাতাল থেকে ফিরে সে এই গৃহপালিত শিশু সাপটিও বনে ছেড়ে দেন ফাসলার। এরপর হয় তো আর ভুলেও সাপের ধারে-কাছে যাবেন না তিনি। সাপের লেজ দিয়ে কান চুলকানো থুক্কু সাপের সাথে সেলফি তোলার মতো ভুল আপনি আবার করতে যাবেন না যেন!