বিদ্রূপে বাড়ে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা!
‘একজোড়া ক্রিকেট বল হারানো গেছে। বল দুটি পেয়ে থাকলে ইংল্যান্ড ক্রিকেট টিম বরাবর পাঠিয়ে দিন।’ ছবির মাধ্যমে প্রকাশিত সাদামাটা এই বিজ্ঞাপনের মধ্যেই লুকিয়ে আছে ব্যর্থ ইংল্যান্ড টিমকে নিয়ে করা বিদ্রূপ। এমন বিদ্রূপ যাঁরা করেন ও বোঝেন উভয়েই নিখাদ আনন্দ পান। আর গবেষকরা বলছেন, বিদ্রূপ করার ফলে একজনের মধ্যে অন্যদের চেয়ে তিনগুণ বেশি বুদ্ধিমাত্তা ও সৃজনশীলতা বাড়ে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কলাম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক বিদ্রূপ করা ও বোঝার সঙ্গে মানুষের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লি হুয়াং। কয়েকটি ধাপে করা গবেষণায় দেখা যায়, যাঁরা বিদ্রূপ তৈরি করেন ও বোঝেন তাঁরা অন্যদের চেয়ে তিনগুণ বেশি সৃজনশীল। এ সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘অরগানাইজেশনাল বিহ্যাভিয়ার অ্যান্ড হিউম্যান জিসিশন প্রসেসেস’।
গবেষক লি হুয়াং বলেন, বিদ্রূপ মানুষের সৃজনশীলতার ওপর প্রভাব ফেলে। এর ফলে মানুষের মধ্যে চিন্তা, চেতনা তৈরি হয় এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। তাই প্রখ্যাত লেখকের অস্কার ওয়াইল্ডের মতে, বিদ্রূপ নিকৃষ্টতম কৌতুক হলেও, এর মাধ্যমে চিন্তা ভাবনা ও বড় চিন্তায় ইতিবাচক প্রভাব পড়ে।
গবেষকরা ৩০০ নারী-পুরুষের ওপর বিদ্রূপের প্রভাব নিয়ে গবেষণা করেন। কয়েকটি ধাপে তাদের ওপর পরীক্ষা চালানো হয়। একটি পরীক্ষায় তাঁদের কাছে কিছু মন্তব্য ও লেখা দেখানো হয়। এর কিছু ছিল বিদ্রূপাত্মক আর বাকিগুলো ছিল সাধারণ। এ পরীক্ষার মাধ্যমে বিদ্রূপ করা ও বোঝার অংশগ্রহণকারীদের দক্ষতা পরিমাপ করা হয়। পরে একটি পরীক্ষায় তাঁদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হয়।
দেখা যায়, বিদ্রূপাত্মক মন্তব্য করেন ও বুঝতে পারেন এমন ব্যক্তিদের ৭৫ শতাংশ বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার পরীক্ষায় সফল। আর বিদ্রূপাত্মক মন্তব্য করায় ও বোঝায় পারদর্শী নয় এমন ব্যক্তিদের মাত্র ২৫ শতাংশ পরীক্ষায় সফল হন।
গবেষকরা বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে বিদ্রূপ করা মানুষের জন্য স্বাস্থ্যকর। এগুলো তৈরি ও বোঝায় মানুষের মস্তিষ্কে কাজ হয় এবং সৃজনশীলতা বাড়ে। গবেষকদের মতে, কর্মক্ষেত্রে বিদ্রূপ করা বন্ধ করে দেওয়ার যে উদ্যোগ বর্তমান দুনিয়ায় চলছে, তা প্রতিষ্ঠানের উৎপাদন ও লাভে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষকরা আরো বলেন, বিদ্রূপাত্মক মন্তব্য বা লেখা মানুষকে শুধু বিনোদন বা ক্ষেত্রবিশেষে রাগান্বিতই করে না, একই সঙ্গে এর মাধ্যমে মস্তিষ্কে চিন্তার চর্চাও হয়। গবেষকদের মতে, এর কারণ হলো, বিদ্রূপ বুঝতে হলে বিভিন্ন বিষয়ের মধ্যে মিল ও অমিলের চিন্তাভাবনা করতে হয়। আর এর ফলে চিন্তার চর্চা হয়। আর কয়েক দশকে বিভিন্ন গবেষণায় এটিই প্রমাণ করেছে, চিন্তাভাবনার চর্চায় মানুষের কর্মদক্ষতা বাড়ে।