স্টোরিয়া ও গো গো বাংলার মধ্যে পণ্য ডেলিভারির চুক্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/11/photo-1507723690.jpg)
গতকাল ১০ অক্টোবর স্পেশালাইজড ই-কমার্স প্লাটফর্ম স্টোরিয়া (www.storrea.com) এবং চালডালের অঙ্গ প্রতিষ্ঠান গো গো বাংলা লজিস্টিক্স (www.gogobangla.com) এর মধ্যে অনলাইনে বিক্রিত পণ্যের ডেলিভারির একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। এতে স্টোরিয়া প্লাটফর্ম ব্যবহারকারী অনলাইন বিক্রেতারা গো গো বাংলা লজিস্টিক্সের মাধ্যমে পণ্য ডেলিভারির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী অনলাইন বিক্রেতাগণ ঢাকার মধ্যে মাত্র ৫০ টাকায় এক কেজি পর্যন্ত পণ্য ডেলিভারি করতে পারবেন। ডেলিভারি হবে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে। থাকছে না পণ্যের দামের ওপরে কোনো ক্যাশ অন ডেলিভারি চার্জ, ছুটির দিনেও পণ্য ডেলিভারির সুযোগ রয়েছে। সপ্তাহে দুদিন পেমেন্ট পৌঁছে যাবে সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে। স্টোরিয়া ও গো গো বাংলার মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সরাসরি ডেলিভারি ট্রাকিংয়ের সুবিধাও থাকছে।
চালডালের বনানী কার্যালয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন স্টোরিয়া লিমিটেডের প্রধান নির্বাহী মো. আল আরমান এবং চালডাল লিমিটেডের ডিরেক্টর অব পার্টনারশিপস এইচ ইউ শাহেদ। এই প্রসঙ্গে আরমান বলেন, ‘স্টোরিয়া প্লাটফর্মের মাধ্যমে বিক্রেতারা অনলাইনে বিক্রির যাবতীয় প্রযুক্তিগত ও বাণিজ্যিক সমাধান পেয়ে থাকেন।এখন থেকে পণ্য ডেলিভারির সমাধানও একই জায়গা থেকে বিক্রেতারা পাবেন। আর চালডাল অনলাইন বাণিজ্যে সুপরিচিত ব্র্যান্ড, তাদের সক্ষমতা, দক্ষতা ও পেশাদারত্ব নিঃসন্দেহে সেরা।’
শাহেদ বলেন, ‘গো গো বাংলা প্রতিদিন হাজারেরও বেশি পণ্য ডেলিভারির কাজ করে থাকে। প্রতিটি ডেলিভারির সরাসরি ট্রাকিংয়ের সুব্যবস্থা আছে। এটি অনলাইন ক্রেতা বিক্রেতাদের জন্য খুবই সহায়ক। স্টোরিয়ার মার্চেন্টদের পণ্য ডেলিভারি নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না।’ উভয়েই আশা প্রকাশ করেন এই চুক্তির কারণে অনলাইন ব্যবসা পরিচালনকারীরা উপকৃত হবেন।
সার্ভিসটি নেওয়ার জন্য ভিজিট করুন www.storrea.com অথবা ফোন করতে পারেন ০১৯৭৯৭৩৩৭৭৭ এই নম্বরে।