অষ্টম বছরে পা রাখল ইওয়াইহোস্ট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/11/photo-1507724701.jpg)
দেশের তথ্যপ্রযুক্তির বাজার একদিকে যেমন সম্প্রসারিত হচ্ছে তেমনিভাবে পাল্লা দিয়ে বাড়ছে তথ্যপ্রযুক্তি সেবাদানকারী কোম্পানিগুলোর চাহিদা। আর এই চাহিদার জোগান দিতে দিতেই সুনামের সঙ্গে সাত বছর পূর্ণ করল দেশীয় হোস্টিং ও ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান ইওয়াইসফট। ইওয়াইহোস্ট ব্র্যান্ড নামে হোস্টিং সেবা প্রদান করে আসছে ইওয়াইসফট ২০১০ থেকে।
রাজধানীর শ্যামলীতে নিজেদের অফিসেই সাড়ম্বরে পালিত হলো প্রতিষ্ঠানটির সপ্তম বর্ষপূর্তি। দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনের পরিচিত মুখগুলোর ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশ। বেসিস, ই-ক্যাব, হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানও সফটওয়ার প্রতিষ্ঠানের পরিচিত মুখ ও ইওয়াই সফট পরিবার, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইওয়াইসফট দেশের সীমানা পেরিয়ে এখন তাদের দৃষ্টি স্থাপন করেছে বিদেশের গণ্ডিতেও। আর সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে স্বনামধন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইওয়াইসফটের দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষী সহকর্মীদের পাঠানো ভিডিও শুভেচ্ছা বার্তা। ভিডিওতে বার্তা পাঠিয়েছেন ইওয়াইসফটের আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান Incapsula(USA), ISPSystems(Russia), Gen.xyz, Endurance International Group, CloudLinux(USA), Plesk(Russia) ও প্রভৃতি নামকরা প্রতিষ্ঠান।
ইনক্যাপসুলার শুভেচ্ছা বার্তায় জানায়,‘ইনক্যাপসুলা বিশ্বজুড়ে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ওয়েব প্রতিষ্ঠানকে সিকিউরিটি সার্ভিস প্রদান করছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং ওয়েব ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে ইওয়াইসফটের হোস্টিং সেবাদাতা ব্র্যান্ড ইওয়াইহোস্টের সঙ্গেও ইনক্যাপসুলা কাজ করছে। ইওয়াইহোস্ট ও ইনক্যাপসুলা নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে আগামী দিনেও এই অংশীদারত্ব অব্যাহত রাখবে।’
এ ছাড়া শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন BACCO -র প্রেসিডেন্ট তৌহিদ হোসেন, জনপ্রিয় মুখ সোলায়মান সুখন, বেসিসের ডিরেক্টর ও ম্যাগনিটো ডিজিটালের প্রধান রিয়াদ শাহির এম হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছাবার্তা প্রদান করেছেন মেট্রোনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর, ইক্যাবের (ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রেসিডেন্ট রাজীব আহমেদ, বেসিসের ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সোহেল, এক্সনহোস্টের প্রধান নির্বাহী সালেহ আহমেদ, স্পিডহোস্টের প্রধান নির্বাহী শাহাদাত হোসেন, আমার দেশ আমার গ্রামের সহপ্রতিষ্ঠাতা আতাউর রাহমান, স্টোরিয়ার সহপ্রতিষ্ঠাতা হাসিব বিন রফিক প্রমুখ।
ইক্যাবের প্রেসিডেন্ট রাজীব আহমেদ তাঁর শুভেচ্ছা বক্তৃতায় বলেন, ‘দেশে হোস্টিং এবং সফটওয়ার নিয়ে আমরা অ্যাসোসিয়েশনে প্রচুর অভিযোগ পাই। এদিক থেকে ইওয়াইহোস্ট এক উজ্জ্বল ব্যতিক্রম।’
মেট্রোনেট এর প্রধান নির্বাহী আলমাস কবির বলেন, ‘ইওয়াইহোস্টের সঙ্গে দেশীয় ডাটাসেন্টার এর সুবিধা দিতে মেট্রোনেট সবসময় পাশে থাকবে’।
অনুষ্ঠানের মূল আয়োজক ইওয়াইসফটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘২০১০ থেকে ওয়েব সলুশান সেবা নিয়ে বাংলাদেশ বাজারে যাত্রা শুরু করে ইওয়াইসফট। সাত বছরের পথ পরিক্রমা মোটেও সহজ ছিল না। ইওয়াইহোস্ট এখন দেশের মধ্যেই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে যাচ্ছে তাদের অত্যাধুনিক হোস্টিং প্রযুক্তির মাধ্যমে।’
অনুষ্ঠানে একইসঙ্গে এনটিভি অনলাইন ও স্টোরিয়া লিমিটেডের নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইওয়াইসফটের সঙ্গে আগামীতে সেবা সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।