সেপ্টেম্বরে আসছে নতুন অ্যাপল টিভি

আগামী দিনের প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে অ্যাপল টিভি সেট-টপ বক্স নিয়ে আসছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এই টিভিতে থাকছে নতুন বেশ কিছু প্রযুক্তির ব্যবহার। থাকছে অত্যাধুনিক প্রযুক্তির রিমোট এবং সিরি ভয়েস কন্ট্রোল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বাজফিড জানিয়েছে এ খবর।
বেশ পাতলা এই টিভিতে থাকবে টাচ প্যাড ইনপুট। বাড়বে ইর্ন্টানাল স্টোরেজের জায়গা এবং নতুন এক অপারেটিং সিস্টেম যাতে চলবে অ্যাপলের অপারেটিং সিস্টেম সিরি।
টিভিটির জন্য থাকবে নিজস্ব অ্যাপ স্টোর এবং আলাদা সফটওয়্যার যা অ্যাপলের ডেভেলপাররা আলাদাভাবে তৈরি করছেন।
তবে এসব ব্যাপারে একদমই মুখ খোলেনি অ্যাপল। ২০১৩ সালের জুন মাসে অ্যাপল টিভি বাজারে ছাড়া হয়েছিল। এরপর আর এর তেমন একটা পরিবর্তন বা উন্নয়ন ঘটেনি।
এর আগে খবর বেরিয়েছিল এ বছরের জুনে অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সে অ্যাপল টিভির নতুন সংস্করণ উম্মোচন করা হবে। কিন্তু এর বদলে অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সার্ভিসের উদ্বোধন করা হয় ডেভেলপার কনফারেন্সে।