সেলফিতে আত্মবিশ্বাস!

সেলফি তোলাকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন। তাঁরা একে আত্মকেন্দ্রিক মনোভাবের প্রকাশ করে বলে মনে করেন। ধারণাটি ভুল। সেলফিতে আত্মকেন্দ্রিকতা নয়, একজনের আত্মবিশ্বাস প্রকাশ পায়। সম্প্রতি গবেষকরা এ দাবি করেছেন।
গবেষকরা বলেন, সেলফি তোলার মাধ্যমে একজন তাঁর পরিচয় প্রকাশ করে। এতে আত্মসম্মান ও মর্যাদা বোধ বাড়ে।
যুক্তরাজ্যের ট্রান্সফর্ম কসমেটিক সার্জারি নামে একটি প্রতিষ্ঠান সেলফি তোলার সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক নিয়ে গবেষণা করে।
১৮ থেকে ২৪ বছর বয়সী যুক্তরাজ্যের দুই হাজার মানুষের ওপর গবেষণা চালানো হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই চোখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর হাসি হলো সবচেয়ে আকর্ষণীয় অংশ। নিজেকে কেমন দেখাচ্ছে এবং ছবি কেমন হয়েছে, এ বিষয়গুলো তরুণদের কাছে বেশ গুরুত্বের।
সেলফির প্রসারের আগেও তরুণদের মধ্যে এমন মনোভাব ছিল কি না, গবেষকরা নিশ্চিত নন। তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তরুণদের নিজের প্রদর্শনের ব্যাপারটি দেখা যায়।
গবেষকরা বলেন, একসময়ে স্থূলতা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারণা হয়। ওই সময় ব্যায়ামাগারে সেলফি তোলার হার বেড়ে যায়।
গবেষণায় আরো দেখা গেছে, ২৯ বছর বয়সে শরীর বিষয়ে মানুষের আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর ২৫ থেকে ৩৪ বছর বয়স্করা নিজের শরীরকে সবচেয়ে ভালোবাসেন।