মজিলা ফায়ারফক্সে নিরাপত্তা ঝুঁকি

আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের নিয়মিত ব্যবহারকারী হয়ে থাকেন, তবে এক্ষুনি আপডেট করে নিন আপনার ব্রাউজারটি। ফায়ারফক্সের পুরনো সংস্করণের একটি ‘বাগ’-এর ওপর ভর করে চুরি হয়ে যাচ্ছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। ম্যাশেবলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত বুধবার প্রথম নজরে আসে এই নিরাপত্তা ত্রুটি। এই ম্যালওয়ার যেকোনো ব্যবহারকারীর পার্সোনাল কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল তার অজান্তেই আপলোড করে দিতে থাকবে নির্দিষ্ট একটি সার্ভারে। সার্ভারটির অবস্থানও মিলেছে, এটি ইউক্রেনের একটি ডাটা সার্ভার।
ফায়ারফক্সের অফিশিয়াল ব্লগে তাই দ্রুত ফায়ারফক্সের নতুন সংস্করণ ফায়ারফক্স ৩৯.০.৩ কিংবা ফায়ারফক্স ইএসআর ৩৮.১.১-এ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়ান একটি সংবাদপত্রের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপন থেকেই এই ম্যালওয়ার ছড়িয়ে পড়েছে। এই বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলেই চুপিসারে কম্পিউটার থেকে চুরি হয়ে যাচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।
উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই বেশি ঝুঁকির ভেতর রয়েছেন। তবে অ্যাপল ব্যবহারকারীদেরও খুব নিরাপদ ভাবছেন না মজিলার প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ ড্যানিয়েল ভিদজ। তিনি এই সমস্যার কারণ জানাতে গিয়ে ব্লগে লিখেন, ‘মূলত আমাদের ব্রাউজারের এই দুর্বলতা (বাগ) সৃষ্টি হয়েছে পিডিএফ রিডার এবং জাভা স্ক্রিপ্ট পৃথকীকরণ প্রক্রিয়ায় গোলযোগের মাধ্যমে। যেসব ফায়ারফক্স সফটওয়্যারে পিডিএফ রিডার নেই সেগুলো ঝুঁকিমুক্ত, যেমন অ্যানড্রয়েডের জন্য নির্মিত ফায়ারফক্স।’
অ্যাড ব্লকিং সফটওয়্যার ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্ত থাকার কথা জানিয়েছে মজিলা। তবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকতে ব্রাউজার আপডেট করে নেওয়ার জন্য তাগিদ দিচ্ছে তারা।