পোশাকশিল্পের চেহারা পাল্টে দেবে রোবট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/17/photo-1424154775.jpg)
পোশাক খাতে প্রচুর লোকবল যেমন লাগে, তেমনি লাগে ভারী যন্ত্রপাতি। আর এই মানুষ আর যন্ত্রের নিখুঁত সমন্বয় যদি না করা যায়, তাহলে কিন্তু ভুল হবেই।
পোশাক খাতের জন্য তাই নির্ভুল প্রযুক্তির রোবট নির্মাণের কাজ শুরু হয়েছে বেশ আগে থেকে। আর এ কাজে কিছুটা সফলতা এসেছে। এরই অন্যতম প্রধান উদাহরণ জিপারবোট। এই রোবটকে কাপড়ে জিপার লাগানোর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।
জিপার রোবটের আবিষ্কারক অ্যাডাম হুইটন বলেছেন, ‘আমাদের পরিচয় প্রকাশ পায় ফ্যাশনের মাধ্যমে। রোবটরা যখন ব্যাপারটা বুঝে ফেলবে, তখন আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পারসোনাল রোবট বিষয়ে সম্প্রতি পিএইচডি ডিগ্রি নিয়েছেন হুইটন। পোশাক-সংক্রান্ত রোবটিকস প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান বেটাজিপ এলএলসি। এই প্রতিষ্ঠানের প্রথম উদ্যোগ জিপারবোট।
দেখতে ছোটখাটো হলেও জিপারবোট কিন্তু বড় কাজের কাজি! অপটিক্যাল সেন্সর ব্যবহার করে রোবটগুলো জিপার যেমন লাগাতে পারবে, তেমনি ঝটপট খুলেও ফেলতে পারবে। প্রতিটি কাজই হবে নির্ভুল।
পোশাক খাতের রোবট প্রযুক্তি নিয়ে কাজ করার ব্যাপারে হুইটন বলেন, ‘যেহেতু বিভিন্ন কাজের জন্য বিশেষজ্ঞ রোবট নিয়ে কাজ করা হচ্ছে, তাই পোশাক খাতের জন্য বিশেষভাবে তৈরি দক্ষ রোবট দরকার। যারা অনেক খুঁটিনাটি কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারবে।’
জিপারবোট ছাড়াও একটি কম্পিউটার নিয়ন্ত্রিত আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন হুইটন। এর মাধ্যমে কোনো ব্যক্তির সাথে কী রঙের কাপড় মানানসই, তা নির্দিষ্ট করে দেবে প্রযুক্তি।
মানুষের ফ্যাশন বিষয়ে রোবটদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করতে চান হুইটন। তিনি বলেন, ‘কিছু কিছু সাধারণ বিষয় রোবটদের আলাদা করে বুঝতে হবে। যেমন অফিসের পোশাক আর ঘরের পোশাক। এটা তারা আলাদা করতে পারলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।’
হু্ইটনের মাথায় ঘুরছে আরো বড় চিন্তা। এই যে দিনের শুরুতেই কী পরবেন, তা নিয়ে ভাবতে ভাবতে অফিসে দেরি হয়ে যায়। পোশাক নির্বাচনের সেই গুরুদায়িত্ব রোবটের ওপর ছেড়ে দিন। সেই আপনার জন্য মানানসই পোশাক নির্বাচন করে রাখবে। তা ছাড়া শারীরিক প্রতিবন্ধীদের কাপড় পরতে সাহায্য করবে রোবট।
ফ্যাশন নিয়ে মজার অ্যাপ্লিকেশন তৈরির কথাও ভাবছেন হুইটন। যেখানে আপনি পোশাক সচেতন হওয়ার নানা টিপস পাবেন।