গুগলের নতুন প্রধান নির্বাহী সুন্দর পিচাই
গুগলের নতুন প্রধান নির্বাহী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই-এর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে এই পদে ছিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ।
urgentPhoto অ্যালফাবেট ইনকরপোরেশন নামে নতুন একটি প্রতিষ্ঠান চালু করেছেন গুগলের দুই প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ও ল্যারি পেজ। অ্যালফাবেটের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন ল্যারি পেজ এবং প্রেসিডেন্ট হিসেবে থাকবেন সার্গেই ব্রিন। এখন থেকে এ প্রতিষ্ঠানের অধীনেই গুগলের কার্যক্রম চালানো হবে।
নিজের ব্লগে এ খবর জানিয়েছেন ল্যারি পেজ। সে সঙ্গে তিনি জানিয়েছেন, গুগলে বড় ধরনের পরিবর্তন আসছে। আরো বড় প্রকল্প এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইছে গুগল। সে জন্যই প্রতিষ্ঠানটিকে বড় করা হচ্ছে। আর প্রতিষ্ঠান বাড়াতে গিয়েই নির্দিষ্ট ভাগে ভাগ করা হচ্ছে। গুরুত্বের সঙ্গে এ খবর প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ভার্জ, বিজনেস ইনসাইডার, ম্যাশেবল।
অ্যালফাবেটের অধীনে উইং নামে ড্রোন নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নিয়েছেন পেজ ও ব্রিন। আর গুগলের প্রধান নির্বাহী হিসেবে পিচাই কাজ করবেন গুগল সার্চ, বিজ্ঞাপন, ম্যাপস, গুগল প্লে স্টোর, ইউটিউব ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উন্নয়ন এবং বিপণন নিয়ে।
এখন থেকে গুগলের সব শেয়ার বিক্রি হবে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীনে। বোঝাই যাচ্ছে, নিজেদের ব্যবসার পরিসর বাড়াচ্ছেন পেজ ও ব্রিন। ল্যারি পেজ তাঁর ব্লগপোস্টে সেটারই ইঙ্গিত দিয়েছেন, ‘আমরা বহুদিন ধরে একই ধরনের কাজ করে যাচ্ছি, বিভিন্ন ধাপে আমরা আমাদের প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছি মাত্র। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব আরো অনেক বেশি। এখান থেকেই পৃথিবী বদলে দেওয়ার সব আইডিয়া তৈরি হয়। আমরা সেই পরিবর্তনের সঙ্গী হতে চাই।’
ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন ৪৩ বছর বয়সী গুগলের নতুন প্রধান নির্বাহী। আইআইটি খাগড়াপুরে লেখাপড়া করে যুক্তরাষ্ট্রে চলে যান সুন্দর পিচাই। সেখানে স্ট্যানফোর্ড ও হোয়ারটন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে গুগলে যোগ দেন তিনি।