গাড়ি পরীক্ষার জন্য জায়গা ঠিক করছে অ্যাপল!

অ্যাপলের ‘চালকবিহীন গাড়ি’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুজব এবং কানাঘুষা চলছে। এই গুজবের তালিকায় সর্বশেষ যুক্ত হলো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের মতে, এরই মধ্যে অ্যাপল যেসব গাড়ি তৈরি করেছে, সেগুলো পরীক্ষামূলকভাবে চালানোর জন্য জায়গা ঠিক করেছে বিশ্বের এই অন্যতম টেক জায়ান্ট!
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কাছাকাছি ‘গো মোমেন্টাম’ নামক সুরক্ষিত জায়গায়ই হতে পারে অ্যাপলের গাড়ি চালানোর সেই কাঙ্ক্ষিত স্থান। সেই জায়গাতে নিরাপত্তার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক আরেকটি ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, কন্ট্রা-কোস্টা নামক একটি পরিবহন প্রতিষ্ঠান গো মোমেন্টাম নামক জায়গাটির মালিক। গাড়ি পরীক্ষা-নিরীক্ষার জন্য এই স্থানটির খ্যাতি রয়েছে অনেক আগে থেকেই। কারণ অত্যন্ত সুরক্ষিত এই জায়গাটিতে রয়েছে বেশকিছু হাইওয়ে ওভারপাস, খালি রাস্তা, টানেল এবং রেলক্রসিং। এরই মধ্যে অ্যাকিউরা, মার্সিডিজ বেঞ্জ ও হোন্ডার মতো অটোমোবাইল জায়ান্টরা তাদের গাড়ি টেস্টিংয়ের জন্য এই জায়গাটি ব্যবহার করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম অ্যাপলের গাড়ির ব্যাপারে গুজব শোনা যায়, যখন তারা ‘টাইটান’ নামক এক রহস্যময় প্রজেক্টের জন্য প্রায় হাজারখানেক কর্মচারী নিয়োগ দেয়। টেসলা, ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ এবং ফিয়েট ক্রাইসলারের মতো অটোমোবাইল কোম্পানিগুলো থেকে এসব কর্মচারীকে নিয়ে আসা হয়। তাই প্রথম থেকেই ধারণা করা হয়েছিল গ্যাজেট বিশ্ব জয় করার পর অ্যাপল বুঝি এবার হাত দিচ্ছে গাড়ি তৈরির কাজে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ফাঁস হওয়া এক ইমেইল বার্তা থেকে অ্যাপলের ইঞ্জিনিয়ার ফ্র্যাংক ফিরোন এবং গো মোমেন্টামের প্রতিনিধির মধ্যকার কিছু কথাবার্তা জানা যায়। সেখানে ফ্র্যাংক গো জানতে চান জায়গাটি ব্যবহার করার জন্য খালি আছে কি না এবং জায়গাটি ব্যবহার করার জন্য অন্যান্য ম্যানুফ্যাকচারদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে।
কন্ট্রা-কোস্টার কার্যনির্বাহী পরিচালক র্যান্ডি লেওয়াস্কি বলেন, ‘অ্যাপলের সঙ্গে চুক্তিমতে এই প্রজেক্টটি প্রকাশযোগ্য নয়। তাই অ্যাপল কিছু না বলার আগ পর্যন্ত এই ব্যাপারে আমরা কাউকেই কিছু জানাতে পারছি না।’
তাই পুরোপুরি নিশ্চিত হতে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে সবাইকে।