মানিব্যাগ হটিয়ে দেবে স্যামসাং

প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং আনছে অর্থ লেনদেনের নতুন ব্যবস্থা। ‘স্যামসাং পে’ নামক এই ব্যবস্থায় কেনাবেচার নগদ অর্থ ও ডেবিট/ক্রেডিট কার্ড রাখতে হবে না। আর এ কারণে কার্ড ও অর্থ রাখার মানিব্যাগ বা ওয়ালেটের প্রয়োজন ফুরাবে।
অর্থ রাখার চামড়ার ছোট ব্যাগ মানিব্যাগ। সাবধানে ও গুছিয়ে টাকা রাখতে এর জুড়ি নেই। কয়েক দশক আগে ক্রেডিট বা ডেবিট কার্ড আসে যার স্থান হয় মানিব্যাগে। তবে চামড়ার কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কার্ডের ম্যাগনেটিক টেপ। আর স্মার্টফোন ট্যাবের বর্তমান যুগে অর্থ তুলতে ও রাখতে এখনো মানিব্যাগ কেন। স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে সহজেই তো লেনদেনের ব্যবস্থা করা যায়।
অ্যাপল, মাইক্রোসফটসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই স্মার্টফোন বা ট্যাবভিত্তিক লেনদেন ব্যবস্থা শুরু করেছে। তবে নির্ভরযোগ্যতা ও সহজলভ্য না হওয়ায় এগুলো পশ্চিমা বিশ্বেও খুব সীমিতভাবে ব্যবহার হচ্ছে। তবে বিশ্বের অন্যতম বেশি বিক্রীত স্মার্টফোন স্যামসাং এ ক্ষেত্রে এগিয়ে এলে বড় পরিবর্তন ঘটতে পারে। কারণ বিশ্বের প্রায় সবখানেই স্যামসাং স্মার্টফোন সহজলভ্য।
জানা গেছে, চলতি মাসেই কোরিয়ায় স্মার্টফোনভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করবে স্যামসাং। আর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এটি চালু হবে।
স্যামসাং জানিয়েছে, স্যামসাং পে নির্দিষ্ট যন্ত্রের কাছে নিলে কাজ করবে। আবার গতানুগতিক ক্রেডিট/ডেবিট কার্ডের প্রযুক্তিতেও এর মাধ্যমে লেনদেন করা যাবে। উপরন্তু কার্ড রিডার ব্যবস্থা কাজ না করলে ‘স্যামসাং পে’ অ্যাপ বারকোড সৃষ্টি করে লেনদেন সম্পন্ন করবে।
‘স্যামসাং পে’-এর দ্বিতীয় বৈশিষ্ট্যটি অ্যাপল, টেক ৩০-সহ অন্যান্য লেনলেন ব্যবস্থার চেয়ে একে এগিয়ে রাখবে। উল্লেখিত ব্যবস্থাগুলো নির্দিষ্ট যন্ত্র ও অনলাইনে কাজ করলেও গতানুগতি ক্রেডিট/ডেবিট লেনদেন ব্যবস্থায় কাজ করে না।
স্যামসাং পে-এর মাধ্যমে ভার্চুয়ালি ক্রেডিট, ডেবিট ও নির্ভরযোগ্য কার্ড করা যাবে। আর অ্যাপলসহ অন্যান্য প্রতিযোগীর চেয়ে বেশি ক্রেডিট কার্ড যুক্ত করার সুবিধা দেবে স্যামসাং। আর ফোনে লেনদেন নিশ্চিত হবে হাতের আঙুলের ছাপে এর ফলে অন্যের কাছ থেকে নিরাপদ থাকবে গোপন নম্বর। তাই বলা যায়, স্যামসাং পে চালু হলে অবশেষে মানুষ মানিব্যাগটি বাড়িতেই ফেলে আসতে পারবে।
তবে একটা সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে স্যামসাং পে ব্যবস্থায়। এটি প্রাথমিক অব্স্থায় শুধুমাত্র স্যামসাং এসসিক্স, এসসিক্স এডজ, এডজ প্লাস ও নোট ফাইভে পাওয়া যাবে।