বৈশ্বিক উষ্ণতা ঠেকাবে মেঘ

বৈশ্বিক উষ্ণতা নিয়ে মাথা ঘামান না এমন লোক আছে বলে মনে হয় না। পৃথিবীর হোমরা চোমরা দেশের সরকারগুলো থেকে শুরু করে সাধারণ মানুষগুলো পর্যন্ত দারুণ চিন্তায় থাকেন পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তাপ ধীরে ধীরে বেড়ে যাওয়ার এই ঘটনায়। অদূর ভবিষ্যতে যা ডেকে আনতে পারে ভয়ঙ্কর প্রলয়।
এখন পর্যন্ত বিজ্ঞানীরা নানা প্রতিকারের উপায় বললেও কোনোটাই অব্যর্থ হিসেবে প্রমাণিত হয়নি। তাই বলে চেষ্টা থেমে নেই। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী ঘোষণা দিলেন যে তাঁরা উজ্জ্বল মেঘ সৃষ্টি করার মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা রোধের একটি উপায় বের করেছেন। আর এই খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির একদল অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ঘোষণা দিয়েছেন, তাঁরা সমুদ্রের পানিকে বাষ্পকণারূপে আকাশে নিক্ষেপ করবেন, যা আকাশে অবস্থিত মেঘের রংকে বহুগুণে উজ্জ্বল করে তুলবে। ফলে ক্ষতিগ্রস্ত ওজন স্তর দিয়ে যেসব বিষাক্ত রশ্মি প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে তোলে- তা বিকরিত হয়ে আর পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করতে পারবে না, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতাও বাড়বে না।
৬০ থেকে ৮০ বছর বয়স্ক এসব বিজ্ঞানী সাত বছর ধরে ক্যালিফোর্নিয়ার সানিভ্যালেতে ‘মেরিন ক্লাউড ব্রাইটেনিং প্রজেক্ট’ নামক এই প্রকল্পে কাজ করছেন।
বিজ্ঞানীদের একজন জ্যাক ফস্টার সান হোসে নিউজকে বলেন, ‘আমরা বলতে চাচ্ছি না আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর ব্যাপারে সব কর্মকাণ্ড স্থগিত করে দেওয়া। আমরা শুধু একটা বিকল্প উপায় খোঁজার চেষ্টা করছি।’
তবে এতে কিন্তু ঘোর আপত্তি পরিবেশবাদীদের। তাঁদের মতে, এ ধরনের প্রকল্পগুলো বিশ্বের মানুষকে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে আরো উদাসীন করে তুলবে। এ ছাড়া ইচ্ছেমতো পরিবেশের ওপর এই হস্তক্ষেপে প্রকৃতিতে কী ধরনের প্রতিক্রিয়া হবে- তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।