মঙ্গলে নাম পাঠানোর শেষ দিন আজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/08/photo-1441721973.jpg)
লাল গ্রহ মঙ্গলে যাওয়ার স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন তো এখন আর বাস্তবায়ন সম্ভব নয়। তবে চাইলে নিজের নামটি পাঠাতে পারেন মঙ্গলে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সুযোগ দিয়েছে। তবে এই সুযোগ নিতে চাইলে জলদি রেজিস্ট্রেশন করতে হবে নাসার ওয়েবসাইটে। কারণ আজই নিবন্ধনের শেষ দিন।
নাসার জার্নিটুমার্স কর্মসূচিতে নাম নিবন্ধনের সুযোগ করে দেওয়া হয়েছে। ২০১৬ সালের ৪ মার্চ মঙ্গলের দিকে যাত্রা শুরু করবে নাসার অ্যাটলাস ভি ৪০১ রকেট। ওই বছরই ২০ সেপ্টেম্বর এটি মঙ্গলে অবতরণ করবে। জার্নিটুমার্স কর্মসূচিতে নিবন্ধিতদের নাম একটি বৈদ্যুতিক চিপের মাধ্যমে মহাকাশযানের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।
এরই মধ্যে বাংলাদেশের প্রায় তিন হাজার নাম জার্নিটুমার্স কর্মসূচিতে নিবন্ধিত হয়েছে। তবে প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এতে নিবন্ধন করেছে প্রায় ৫০ হাজার। আর পাকিস্তান থেকে প্রায় সাড়ে তিন হাজার। সারা বিশ্ব থেকে এই পর্যন্ত নিবন্ধন হয়েছে সাড়ে সাত লাখেরও বেশি নাম।
মঙ্গলে নাম পাঠাতে নিবন্ধন করার ঠিকানা
নিজের নিবন্ধনের পাশাপাশি বন্ধুবান্ধবকেও নিবন্ধনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন