পর্যটকদের জন্য রোবট ট্রান্সলেটর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/04/photo-1443955398.jpg)
জাপানে যাঁরা ঘুরতে গিয়েছেন, ভাষাবিষয়ক জটিলতায় তাঁদের পড়তে হয়েছে। কারণ জাপানিরা নিজেদের ভাষা ছাড়া আর কোনো ভাষায় অভ্যস্ত নয়। আর সে কারণে দেখা দেয় জটিলতা। পর্যটকদের এই ভোগান্তি থেকে মুক্তির উপায় বের করেছে জাপানি প্রতিষ্ঠান কিনকি নিপ্পন।
প্রযুক্তি প্রতিষ্ঠান ফুয়ে ট্রেক-এর সঙ্গে মিলে তারা তৈরি করছে রোবট ট্রান্সলেটর, যারা পর্যটকদের জাপানি ভাষা বুঝতে সাহায্য করবে। আগামী বছরের শুরুর দিকে এ ধরনের ছোট রোবট, ট্যাব এবং পরিধানযোগ্য ডিভাইস ছাড়া হতে পারে জাপানে।
এসব রোবট বিভিন্ন ভাষা থেকে জাপানি এবং জাপানের অন্যান্য আঞ্চলিক ভাষা অনুবাদ করতে পারবে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
এসব রোবট এবং ডিভাইসে পর্যটকদের কাজে লাগে এমন প্রতিষ্ঠান, হোটেল এবং ছোটখাটো ব্যবসায়ীদের তথ্য দেওয়া থাকবে। যাতে পর্যটকরা সহজেই তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করতে পারেন।
জাপান ট্যুরিজম মার্কেটিং-এর দেওয়া তথ্যমতে, গত তিন বছরে জাপানে পর্যটকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুধু জুলাই মাসে ২০ লাখ পর্যটক জাপান ভ্রমণ করেছেন বলে জানানো হয়েছে। চীন, কোরিয়া এবং অন্যান্য এশিয়ান দেশ থেকেই বেশি পর্যটক জাপানে যায়।