যে কারণে মঙ্গলে পরমাণু বিস্ফোরণ ঘটাতে চান এলোন মুস্ক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/05/photo-1444033520.jpg)
প্রযুক্তিবিশ্বে এলোন মুস্ক মোটামুটি পরিচিত নাম। টেসলা মোটরসসহ বেশ কিছু প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের কর্ণধার এই কানাডীয় শিল্পপতি এবার এক বিস্ময়কর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সেটা হলো, তিনি মঙ্গল গ্রহে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে চান!
মঙ্গলে মানববসতি স্থাপন করা যায় কি না, আর গেলেও কীভাবে; তা নিয়ে বিজ্ঞানীদের জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি সেখানে জমাট বাঁধা পানির অস্তিত্ব আবিষ্কার নিয়ে এই আলোচনা আরো তুঙ্গে উঠেছে। আর তখনই কি না সিবিএস টেলিভিশনের এক শোতে মুস্ক ঘোষণা দিলেন, ‘মঙ্গলকে মানববসতির উপযুক্ত করার সব থেকে সোজা উপায় হলো সেখানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো!’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
অবশ্য মানববসতি স্থাপনের সঙ্গে মঙ্গলে পরমাণু বোমা ফাটানোর কী সম্পর্ক তা ঠিক বোঝা যায়নি। তবে প্রযুক্তিবিষয়ক আরেক ওয়েবসাইট ম্যাশেবলের কাছে মুস্ক এরই মধ্যে তার এই নয়া পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
মুস্কের মতে, বেশ কয়েকটি বড় আকারের পরমাণু বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে মঙ্গলের দুই প্রান্তে দুটি কৃত্রিম সূর্য তৈরি করতে হবে। এই সূর্যগুলো মঙ্গলকে উষ্ণ রাখতে সাহায্য করবে। আমাদের পৃথিবীর সূর্য নিজেই যেহেতু পরমাণুর ফিউশনের ফসল, কাজেই ছোট আকারের কৃত্রিম সূর্য সৃষ্টি করা তাঁর মতে খুবই সম্ভব।
অবশ্য এই বিরাট কাজ কীভাবে করা হবে তা নিয়ে মুস্কের কোনো ধারণাই নেই। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলেও বহু গবেষণার প্রয়োজন, তা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে নিঃসন্দেহে এই অভিনব পরিকল্পনা মঙ্গলে মানববসতি স্থাপনবিষয়ক বিতর্ককে আরো উসকে দেবে।