দিনে গড়ে ৮৫ বার স্মার্টফোন দেখা হয়!

যুক্তরাজ্যের ল্যান্সেস্টার ইউনিভার্সিটির নতুন এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, মানুষ তাদের ব্যবহৃত স্মার্টফোনে দিনে গড়ে প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে, যা তাদের জেগে থাকা সময়ের প্রায় এক-তৃতীয়াংশ। এই পাঁচ ঘণ্টার মধ্যে গড়ে একজন ব্যবহারকারী স্মার্টফোন চেক করেন ৮৫ বার। গবেষণাপত্রটি প্লাস ওয়ান নামে এক জার্নালে প্রকাশ পেয়েছে।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে গবেষণাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত একজন মানুষ কতক্ষণ স্মার্টফোনে সময় ব্যয় করে? এ প্রশ্নের উত্তরে মানুষের ধারণা এবং বাস্তবতার মাঝে তুলনা করতে এই গবেষণা করা হয়েছিল।
ল্যান্সেস্টার ইউনিভার্সিটির গবেষণা দলের সদস্য এবং মনোবিজ্ঞানী ডেভিড এলিস বলেন, ‘একজন ব্যক্তি কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে, সে ব্যাপারে মনোবিজ্ঞানীরা সাধারণত ব্যবহারকারীদের নিজেরদের তথ্য-উপাত্তের ওপরই নির্ভর করে। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাপারটি আসলেই ব্যতিক্রম এবং এটি খুব সাবধানতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে।’
এ ছাড়া গবেষকরা দাবি করেন, ‘অতিরিক্ত মোবাইল ব্যবহার করা’ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অভ্যাসগত বিষয়ে পরিণত হয়েছে।
ব্যবহারকারীরা স্মার্টফোনে কতক্ষণ সময় ব্যয় করেন, সে ব্যাপারে ধারণা পেতে গবেষণার জন্য তারা ২৩ জনকে বেছে নেয়, যাদের বয়স ১৮ থেকে ৩৩-এর মধ্যে। তাদের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করে দেওয়া হয়, যেটি তারা কতক্ষণ সময় স্মার্টফোন ব্যবহার করছে এবং কতবার চেক করছে, এসব রেকর্ড করে রাখে।
এসব ব্যবহারের মধ্যে সময় দেখা, মেসেজ ও নোটিফিকেশন চেক করা, মিডিয়া আল্যার্ট, ফোনকল ও গান শোনার ব্যাপারটিও রয়েছে। দুই সপ্তাহ ধরে অ্যাপটি স্মার্টফোন ব্যবহারে তাদের সব ক্রিয়াকর্ম রেকর্ড করে রাখে।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা লক্ষ করেন, ব্যবহারকারীরা সাধারণত ছোট ছোট কাজের জন্য স্মার্টফোন হাতে নেয়। কারণ, মোট ব্যবহারের প্রায় অর্ধেকের বেশিবার ৩০ সেকেন্ডের কম সময়ে কাজ শেষ হয়ে যায়।
গবেষকরা বলেন, ‘অংশগ্রহণকারীরা দিনে ৮৪.৬৮ বার এবং পরিমাণে ৫.০৫ ঘণ্টা স্মার্টফোনে ব্যয় করে। তবে স্মার্টফোন হাতে নিলে ৫৫ শতাংশ সময়েই ৩০ সেকেন্ডের কম সময়ে কাজ শেষ হয়ে যায়।’