সিঙ্গাপুরে সৌরশক্তিচালিত অ্যাপল স্টোর

প্রচলিত জ্বালানির পরিবর্তে বিকল্প শক্তি, যেমন সৌরশক্তি ব্যবহারের কথা তো কতই বলা হয়। টেক জায়ান্ট অ্যাপল এবার বাস্তবেই সৌরশক্তির ব্যবহার শুরু করল নিজেদের স্টোরে। সিঙ্গাপুরে অ্যাপলের সদ্য চালু হওয়া অ্যাপল স্টোরে এখন থেকে ব্যবহার করা হবে শুধুই সৌরশক্তি। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে এ খবর।
সৌরশক্তিচালিত এই অ্যাপল স্টোরের জন্য অ্যাপল জোট বেঁধেছে সিঙ্গাপুরের সানসিপ গ্রুপের সঙ্গে, যারা ২৫০০ জন কর্মী বিশিষ্ট এই স্টোরে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে।
অ্যাপলের অন্যতম শীর্ষ কর্মকর্তা লিয়া জ্যাকসন সিনেটকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা খুবই কৃতজ্ঞ সিঙ্গাপুর সরকার ও সানসিপ গ্রুপের প্রতি। আমাদের উদ্যোগে তারা সাড়া দিয়েছেন। এই পদক্ষেপের ফলে আমরা প্রক্রিয়াজাত শক্তি ব্যবহারের পথে আরো এগিয়ে গেলাম। অদূর ভবিষ্যতে অ্যাপলের সব স্টোরেই সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করা হবে।’
সিঙ্গাপুরের অ্যাপল ক্যাম্পাস আর রিটেল স্টোরের জন্য সর্বমোট ৩৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। ইন্দো-চীন অঞ্চলে এটাই অ্যাপলের প্রথম স্টোর। এর আগে হংকং, জাপান বা যুক্তরাষ্ট্রে অ্যাপল স্টোর খোলা হলেও সিঙ্গাপুর সেই তালিকার বাইরেই ছিল।
স্থানীয় ডিলারদের ওপর ভরসা না রেখে এখন এই রিটেল স্টোর খোলার মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির বাজারে অ্যাপলের প্রবেশের পথ আরো সুগম হলো। সিঙ্গাপুরের অর্চার্ড রোডে ১৫ হাজার বর্গফিট জমিতে এই অ্যাপল স্টোর খোলা হবে।