৫০ শতাংশ চাকরি যাবে স্মার্ট রোবটদের দখলে!

আপনার চাকরি বেদখল হতে বোধহয় আর বাকি নেই! আপনার জন্য আসছে অশনি সংকেত। নিকট ভবিষ্যতেই হয় তো দেখবেন আপনি ছাঁটাই হয়ে গেছেন, আর আপনার জায়গা দখল করে বসেছে একটি অত্যাধুনিক স্মার্ট রোবট!
রোবট শিল্প যত উন্নত হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোবটের কারণে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পাবার ভয়। সেই আশংকাকে আরো বাড়িয়ে দিতেই কি না, সম্প্রতি ব্যাংক অব ইংল্যান্ড এক ঘোষণায় বলেছে যে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অন্তত ৫০ শতাংশ চাকরি রোবটদের কারণে হুমকির মুখে পড়তে যাচ্ছে। আর এই খবর জানিয়েছে সিএনএনের অনলাইন সংস্করণ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক অব ইংল্যান্ড মনে করে যুক্তরাষ্ট্রের অন্তত আট কোটি আর যুক্তরাজ্যের দেড় কোটি চাকরি সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে রোবটদের দখলে চলে যাবে। দিন দিন সংবেদনশীল সব সফটওয়্যারের উদ্ভাবন এখন রোবটদের পক্ষে সেই সব কাজ করা সম্ভব করে দিয়েছে যা আগে শুধুই মানুষের পক্ষে করা সম্ভব ছিল।
ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হাল্ডেনের মতে, ‘আগের তুলনায় বর্তমানের রোবটদের ক্ষমতা অনেক বেশি। রোবটরা এখন মানুষের মস্তিষ্ককেও কর্মক্ষেত্রে কঠিন প্রতিযোগিতায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখে।
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রশাসন অথবা উৎপাদনশীল কাজের সাথে যুক্ত লোকেদেরই চাকরি হারাবার ভয় সব থেকে বেশি। অবশ্য বিংশ শতাব্দীতে যখন প্রযুক্তির বহুল উন্নতি শুরু হয়, তখনো এমন একটা আশংকা দেখা দিয়েছিল। কিন্তু মানুষ ঠিকই বিকল্প কাজ খুঁজে নিয়েছে।
কিন্তু হালডেনের মতে এবারে সমস্যাটি ভিন্ন। রোবটেরা এখন মাঝারি মানের প্রায় যেকোনো কাজ করতেই সক্ষম হয়ে উঠছে, অথবা তেমনভাবেই তাদের বানানো হচ্ছে। ফলে বিপদে পড়বেন মধ্যম আয়ের লোকেরা।
প্রতিবেদনটিতে আশংকা প্রকাশ করা হয় যে, রোবটের এ রকম উন্নতির ফলে দেখা যাবে অনেক যোগ্য মানুষই নিজেদের চাকরি ছেড়ে অন্য কোনো কাজ খুঁজে নেবেন, যা কোনোভাবেই তাদের শিক্ষাগত যোগ্যতার প্রতি সুবিচার করবে না।
আপাতত বিশেষ কোনো আশার কথাও বলা হয়নি ওই প্রতিবেদনে। উল্টো আশংকা করা হয়েছে, রোবটরা যতই স্মার্ট হবে, ততই নাকি মানুষের চাহিদা কর্মক্ষেত্রে কমতে থাকবে।