হ্যাকারদের নির্বোধ বলল আইএস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1448011435.jpg)
প্যারিসে রক্তক্ষয়ী হামলা চালানোর পরপরই সাড়াজাগানো হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস ঘোষণা করেছিল, তারা বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ শুরু করবে। তবে তাদের এই হুমকিতে সংগঠনটি বিশেষ বিচলিত হয়েছে বলে মনে হচ্ছে না। অন্তত প্রযুক্তিবিষয়ক ওয়েবাসাইট সিনেট ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সিনেটের তথ্যানুযায়ী, টেলিগ্রাম নামক একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের একটি অ্যাকাউন্ট থেকে বলা হয়, হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস নিতান্তই নির্বোধ। এ ছাড়া কীভাবে হ্যাকারদের থেকে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে বেশ কিছু টিপস দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টে।
প্রতিবেদন অনুযায়ী, পরে আইএসের সঙ্গে যোগসূত্র আছে এমন অনেক অ্যাকাউন্টে ওই মেসেজটি ফরোয়ার্ড করা হয়েছে।
এর আগে গত শুক্রবার প্যারিসে ভয়াবহ হামলা চালিয়ে দেড় শতাধিক নিরীহ মানুষকে হত্যা করার পর দুদিন পর, রোববার ইন্টারনেটভিত্তিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস জানায়, তারা আইএসকে ইন্টারনেট থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে ছাড়বে। একাধিক ইউটিউব ভিডিও আর টুইটার অ্যাকাউন্টে তারা এ ঘোষণা দেয়।
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার পর দেখা গেছে, সন্ত্রাসবাদীরা ইন্টারনেট ব্যবহার করে তাদের মতাদর্শ বিস্তার করার চেষ্টা করছে। এ ছাড়া দেশ-বিদেশ থেকে নতুন সদস্য জোগাড় করার জন্য ইন্টারনেট দারুণ উপযোগী। তাই অ্যানোনিমাসের এ ঘোষণার পর আশা করা হয়েছিল, অনলাইনে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ এক নতুন মোড় নেবে।
টেলিগ্রামের ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়, যাতে আইএস সদস্যরা অপরিচিত কোনো উৎস থেকে প্রাপ্ত লিংক ব্যবহার না করে। এ ছাড়া তাদের ‘ভিপিএন’ বা ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে।