ভার্চুয়াল বর্ণবাদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/07/photo-1449477764.jpg)
বর্ণবাদের অভিশাপ থেকে পৃথিবী কখনোই পুরোপুরি মুক্ত হতে পারেনি। এখন ইন্টারনেটেও, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মানুষকে বর্ণবাদের শিকার হতে হচ্ছে। এবার এ ধরনের বর্ণবাদ ঠেকাতে এক অভিনব পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ব্রাজিলে।
ইন্টারনেট ব্যবহারকারীদের একটি দল ইন্টারনেট থেকে বর্ণবাদমূলক কমেন্ট সংগ্রহ করে কমেন্টকারীর বাড়ির পাশে বিলবোর্ড তৈরি করছে সেই কমেন্ট দিয়েই। ভিজুয়াল নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই সংবাদ।
‘ভার্চুয়াল রেসিজম, রিয়েল কনসিকোয়েন্সেস’ নামে এ অভিনব প্রচার শুরু করেছে ‘ক্রিওলা’ নামে একটি প্রচারণা সংস্থা। সামাজিক নেটওয়ার্কে ঘটা করে বর্ণবাদের বিরুদ্ধে কথা বলা এবং অন্যকে জানানোই এই প্রচারণার মূল উদ্দেশ্য।
দলটি প্রথমে ফেসবুক-টুইটার ও অন্যান্য সামাজিক মাধ্যম থেকে বর্ণবাদমূলক কমেন্ট সংগ্রহ করে এবং জিওলোকেশন প্রযুক্তি ব্যবহার করে সেই কমেন্টদাতাকে খুঁজে বের করে।
এর পর তারা বর্ণবাদমূলক কমেন্টকারীর বাড়ির পাশে কোনো একটি বিলবোর্ড স্পেস ক্রয় করে এবং সেই কমেন্ট জুড়ে দেয় বিলবোর্ডে। তবে ঝাপসা করে দেওয়া হয় নাম ও ছবি।
ক্রিওলার প্রতিষ্ঠাতা জুরেমা ওয়েরনেক বিবিসিকে বলেন, ‘যারা ভাবে, ঘরে বসে আরাম করে তারা ফেসবুকে যা ইচ্ছা তা করতে পারবে, তাদের আমরা সেই সুযোগ দেব না। তারা আমাদের থেকে লুকিয়ে থাকতে পারবে না, আমরা খুঁজে বের করবই।’
অবশ্য প্রচারণাটির শুরুর পেছনে রয়েছে একটি ঘটনা। কিছুদিন আগে বিখ্যাত একজন আবহাওয়া সংবাদ উপস্থাপিকা চরম বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। জনপ্রিয় সংবাদ অনুষ্ঠান ‘নেসিওনাল জার্নাল’-এর ফেসবুক পেজে মারিয়া জুলিয়া কৌতিনহো নামের সেই উপস্থাপিকার ছবি পোস্ট করা হলে একের পর এক বর্ণবাদমূলক কমেন্ট আসতে শুরু করে তাতে।
ব্রাজিলের মোট জনসংখ্যার প্রায় ৫০.৭ শতাংশ মানুষ কালো এবং মিশ্র বর্ণের। বহুকাল ধরেই এ দেশে বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করছে। তাই এ ধরনের বর্ণবাদ কিংবা বিভক্তিকরণ ব্রাজিলের জন্য বেশ অস্বস্তিকর একটি বিষয়।